বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪  

শিরোনাম

কোচবিহার হত্যাকাণ্ডঃ পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ!  

গণহত্যা আখ্যা দিয়ে প্রচারণায় মমতা 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৪০ পিএম, ২০২১-০৪-১৫

কোচবিহার হত্যাকাণ্ডঃ পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ!  

রতন কান্তি দেবাশীষ,পশ্চিমবঙ্গ থেকেঃ 
পশ্চিমবঙ্গের আট দফা ভোটের মধ্যে চার দফা ভোট হয়ে গেল। এখনও চার দফা ভোট বাকি। তার মানে, শতকরা পঞ্চাশ ভাগ ভোট হয়ে গেলেও শতকরা পঞ্চাশ ভাগ ভোট এখনও বাকি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হল, চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচি গ্রামে সিআরপিএফ-এর গুলিতে চার যুবকের মৃত্যু। এঁদের মধ্যে একজন নতুন ভোটার, যিনি জীবনে প্রথম ভোটার হয়ে ভোট দিতে এসেছেন, এমন যুবকেরও মৃত্যু হল।
এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসেছেন এবং তিনটি জনসভাও করেছেন। অন্য দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রোড-শো করেছেন। এই গুলিচালনার মাধ্যমে হত্যাকে ‘জেনোসাইড’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংঘাতিকভাবে প্রচার শুরু করেছেন। বিজেপির আক্রমণাত্মক প্রচারকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য, তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনাকে একটা বিরাট ইস্যু করে তুলেছেন। অভিযোগ উঠেছে যে, কেন্দ্রীয় বাহিনী এখানে কী করতে এসেছে? গুলি চালাতে, না ভোট করাতে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অমিত শাহ আজ যে রাজনৈতিক লাইন-টা নিচ্ছেন, তাতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের পাল্টা রণকৌশলটাও কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। সেই রণকৌশলটা হল, ‘এই হত্যার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।‘ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগটা প্রথম দিন থেকেই শুরু করেছিলেন। তিনি তাঁর স্টাইলে বলেছিলেন, হুইল চেয়ারের রাজনীতির পর এবার লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। লাশ নিয়ে এই রাজনীতিতে কোনও ফল হবে না। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হয়েছেন, তাঁর রাজনীতি পরাস্ত হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর আর নতুন করে ভেসে ওঠার কোনও সম্ভাবনা নেই। সেই কারণে তিনি এখন লাশ নিয়ে রাজনীতি করছেন।
 সিআরপিএফ-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা এখন সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যারা তাঁর ভোটার, তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। এই গুলি চালনাকে কেউ সমর্থন করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, পায়ে কেন গুলি চালানো হল না? সরাসরি বুকে কেন গুলি চালানো হল? যারা গুলি চালায় তারা প্রথমেই যদি বুক লক্ষ্য করে গুলি চালায় এবং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়! এটা কখনোই পুলিশ বাহিনীর লক্ষ্য হতে পারে না।
এখন পরিস্থিতিটা একটা গুরুত্বপূর্ণ অভিমুখ নিয়েছে। এখন এই হত্যা নিয়েও একটা মেরুকরণের রাজনীতে হচ্ছে। অমিত শাহ সরাসরি বলেছেন, যে চারজন নিহত হয়েছেন, তাদের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আর একজন পঞ্চম ব্যক্তির কথা বলছেন না। তার কারণ কী পঞ্চম ব্যক্তি ‘আনন্দ বর্মন’ বলে? তিনি রাজবংশী, সেই কারণে তাঁর কথা বলছেন না? অর্থাৎ, একটা ধর্মের প্রতি তিনি তাঁর বেদনা ব্যক্ত করছেন। এই অভিযোগটাও কিন্তু মারাত্মক!
অমিত শাহের এই অভিযোগের জবাবে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য, তৃণমূলের উপনেতা, রাজ্যসভার সংসদীয় দলের উপনেতা, সুখেন্দ্র শেখর রায় বলেছেন, এটা সম্পূর্ণ অসত্য। এই কথা বলে বিজেপি একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নিহত মানুষের জন্য গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। এই ঘটনায় ভীষণভাবে আবেগতাড়িত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে মুখর হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবী করেছেন। মৃত্যুর মধ্যে ধর্মকে টেনে আনা বিজেপির রাজনীতি।
একটা জিনিস ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে, পঞ্চম দফা ভোটের আগে কোচবিহারের গুলি চালনার এই ঘটনা কিন্ত একটা বড় আলেখ্য তৈরি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মভাবে একটা জিনিস প্রতিষ্ঠা করতে চাইছেন। সিআরপিএফ সম্পর্কে তাঁর প্রথম অভিযোগ হল, কেন্দ্রের অঙ্গুলিহেলনে আধা সামরিকবাহিনী এখানে হিংসার সৃষ্টি করে ভোটটা নিজেদের মতো করে করাতে চাইছে। যারা তৃণমূলের সমর্থক, তাদের ভোট দিতে বাধা দিচ্ছে এবং এইসমস্ত কাজের জন্যেই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে।
বিজেপি আবার পাল্টা আলেখ্য দিতে নেমে পড়েছে। তাদের প্রথম যুক্তি হচ্ছে, এই কারণেই বিজেপি আট দফায় ভোট করার কথা প্রথম থেকেই বলেছে। পশ্চিমবঙ্গে হিংসা মুক্ত ভোট করা খুব কঠিন। আট দফা ভোট করেও নির্বাচন কমিশন হিংসা থামাতে পারছে না। তার মানে, পশ্চিমবঙ্গ তাহলে কতটা হিংসাতাড়িত হয়ে রয়েছে! এই পরিস্থিতিতে যদি ভোটটা আট দফায় না করা হত তাহলে আরও অনেক বেশি মানুষ মারা যেত। একদফায় ভোট করা হলে হয়তো আরও ভয়ঙ্করভাবে ভোটের দৃশ্য আমরা দেখতে পেতাম! এমনকী বিভিন্ন সংবাদ মাধ্যমেও বলা হচ্ছে, এই কোচবিহারের ঘটনাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে, পশ্চিমবঙ্গের এই ভোট পর্বে আধা সামরিক বাহিনীর বা নিরাপত্তার কতটা প্রয়োজন ছিল এবং আছে। এই চাপানউতোরটা অব্যাহত থাকছে এবং এই চাপানউতোরের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রক্রিয়া অতিবাহিত হচ্ছে।
 

রিটেলেড নিউজ

ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : : সিরিয়ায় কন্স্যুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের? সে প্রশ্ন...বিস্তারিত


পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : : পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দ...বিস্তারিত


মস্কোর কনসার্টে ভয়াবহ হামলায় নিহত ৯৩, দায় স্বীকার আইএসের

মস্কোর কনসার্টে ভয়াবহ হামলায় নিহত ৯৩, দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার রাজধানী মস্কোয় আয়োজিত এক কনসার্টে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯৩ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ...বিস্তারিত


টিকটক নিষিদ্ধের বিল পাস যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে

টিকটক নিষিদ্ধের বিল পাস যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক : : সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মার্...বিস্তারিত


আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু

আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : : আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে তুষারপাত এবং বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যো...বিস্তারিত


অস্ট্রেলিয়ায় রোজা শুরুর তারিখ ঘোষণা

অস্ট্রেলিয়ায় রোজা শুরুর তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : : পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সোমবার (১১...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর