বাংলাদেশ   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪  

শিরোনাম

নাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ১ লাখ ২১ হাজার পরিবার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২১-০৪-২২

নাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ১ লাখ ২১ হাজার পরিবার

 


দ্বিতীয় ধাপের করোনায় ক্ষতিগ্রস্তসহ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর জেলায় ১ লাখ ২০ হাজার ৮৩২টি অসহায় ও দুস্থ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর সহায়তা।  

এরমধ্যে ভিজিএফ (আর্থিক) সুবিধা ৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা ও জিআর (ক্যাশ) ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।   ইতোমধ্যে উপজেলা ও পৌরসভা ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তালিকার কাজও চলছে। চুড়ান্ত তালিকা প্রণয়ন হলেই সময়মত তা সংশ্লিষ্টদের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক শাহরিয়াজ  এ তথ্য জানান। তিনি বলেন, এই সহায়তার মধ্যে জেলার সাতটি উপজেলায় ৯৩ হাজার ১০৬ জনের বিপরীতে ৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা এবং জেলার আটটি পৌরসভা এলাকায় ২৭ হাজার ৭২৬ জনের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ২ লাখ ৫০ হাজার টাকা করে জেলার ৫২ ইউনিয়নে ১ কোটি ৩০ লাখ টাকা এবং আটটি পৌরসভার জন্য ১৩ লাখ টাকাসহ (জিআর ক্যাশ) মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ (আর্থিক) ও জিআর ( ক্যাশ) মিলে মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

জেলা প্রশাসক বলেন, বরাদ্দকৃত অর্থ বিতরণে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১৭ হাজার ১৯৮ জনের বিপরীতে ৭৭ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, সিংড়া উপজেলায় ১৯ হাজার ৮৮৯ জনের বিপরীতে ৮৯ লাখ ৫০ হাজার ৫০ টাকা, গুরুদাসপুর উপজেলায় ১২ হাজার ২৫২ জনের বিপরীতে ৫৫ লাখ ১৩ হাজার ৪০০ টাকা, বড়াইগ্রাম উপজেলায় ১৪ হাজার ৪২২ জনের বিপরীতে ৬৪ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, লালপুর উপজেলা ১৩ হাজার ৮৭৪ জনের বিপরীতে ৬২ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা ও নলডাঙ্গা উপজেলায় ৫ হাজার ৯৯৪ জনের বিপরীতে ২৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে, নাটোর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, গোপালপুর পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বাগাতিপাড়া পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বনপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, বড়াইগ্রাম পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা, গুরুদাসপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, সিংড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা ও নলডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা। যা আসন্ন ঈদুল ফিতরের আগেই বিতরণ সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, সরকার সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং সহনশীল হতে হবে। দেশে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মৃত্যুর হারও বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিয়েছে। এতে করে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছেন। বিষয়গুলি বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সহায়তা দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্যের সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। কোনো প্রকার উষ্কানি বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত


ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল

ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম ব্যুরো : : বন্দরে আমদানি-রপ্তানি সহজ করে একটি মানসম্মত আধুনিক কনটেইনার টার্মিনাল। বাড়ায় বন্দরের সক্ষমতা। চ...বিস্তারিত


ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে তেজগাঁও হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাচ্ছিল যমুনা এক্সপ্রেস। এ সময় ট...বিস্তারিত


পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

সাজেদা হক : : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের বিরুদ্ধে সরকারি ব্য...বিস্তারিত


টেস্ট পরীক্ষার নামে বাড়তি ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

টেস্ট পরীক্ষার নামে বাড়তি ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অরিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখি...বিস্তারিত


আরও সোয়া লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০ প্রতিষ্ঠান

আরও সোয়া লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও এক লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৫০টি প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর