বাংলাদেশ   শনিবার, ২০ এপ্রিল ২০২৪  

শিরোনাম

করোনায় মৃত্যুহার র্ঊধ্বমুখী , খুলনা করোনা হাসপাতালে ঠাঁই নেই

খুলনা প্রতিনিধি :    |    ০৫:০০ পিএম, ২০২১-০৬-০৬

করোনায় মৃত্যুহার র্ঊধ্বমুখী , খুলনা করোনা হাসপাতালে ঠাঁই নেই

 

খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। ছিলেন ওই হাসপাতালের আইসিইউতে। করোনার রোগীকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয় না বিধায় তাকে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনরা শরণাপন্ন হন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে। করোনা হাসপাতালে সম্প্রতি শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে আইসিইউ বেডও। সংযোজন হয়েছে ১০টি এইচডিইউ বেডও। মনে করা হয়েছিল এবার হয়তো করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা অন্তত সেবা পাবেন। কিন্তু ওই রোগীকে যখন করোনা হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হলো তখন জানানো হলো অন্য কোন রোগীর মৃত্যু হলেই তারা বেড পাবেন। এমন করুণ অপেক্ষা আজ করতে হচ্ছে করোনা রোগীদের। একজন রোগীকে ভর্তির জন্য অপর রোগীর মৃত্যু কামনা করতে হচ্ছে। খুলনায় করোনা আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ার ফলে এমন বাস্তবতা আজ মেনে নিতে হচ্ছে মানুষকে। মৃত্যুহার এমন অবস্থায় পৌঁছে গেছে যে, একটি রোগীর মৃত্যুর দাগ শুকাতে না শুকাতে আর একজনের মৃত্যুর খবর আসছে। শনিবার খুলনা করোনা হাসপাতালে চারজনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে মৃত্যু হয় দু’জনের। আবার রাত সাড়ে ১১টার পর মাত্র ২০ মিনিটের ব্যবধানে মৃত্যু হয় দু’জনের। সব মিলিয়ে পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিয়ত মিটিং করছেন পরিস্থিতি সামাল দিতে। করোনা হাসপাতালের দ্বিতীয় ইউনিট কিভাবে করা যায় সেটিও ভাবছেন তারা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন পরিচালিত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার যে চারজনের মৃত্যু হয় তারা হলেন, নড়াইলের কালিয়ার সিংহাসপুরের আমিনুর রহমান মোল্লা (৮০), বাগেরহাটের শরণখোলার রাজাপুরের নুরুল ইসলাম (৭৫), মোরেলগঞ্জের বহরবুনিয়ার মিজানুর আকন (৪৫) এবং খুলনা মহানগরীর রায়পাড়া মেইন রোডের রেহেনা বেগম (৬১)। এছাড়া আগের রাত ১১টা ৩৫ মিনিটের সময় মৃত্যু হয় যশোরের ঝিকরগাছার সিংহজুড়ির শহিতন বিবি (৫৭) এবং খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ার গৌরাঙ্গ সাহা(৬৪)। করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, কালিয়ার আমিনুর রহমান মোল্লা ৩১ মে ভর্তি হয়ে শনিবার ভোর ছয়টায়, শরণখোলার নূরুল ইসলাম শুক্রবার ভর্তি হয়ে সকাল পৌণে ১০টায়, মোরেলগঞ্জের মিজানুর আকন ২৮ মে ভর্তি হয়ে শনিবার বেলা পৌণে ১২টায় এবং নগরীর রায়পাড়ার রেহেনা বেগম ভর্তি হয়েই দুপুর ১২টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন। এর আগের রাতেও যেদিন ভর্তি হন সেদিন রাত ১১টা ৩৫ মিনিটের সময় মৃত্যুবরণ করেন যশোরের ঝিকরগাছার শহিতন বিবি এবং ২৯ মে ভর্তি হয়ে শুক্রবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের সময় মৃত্যুবরণ করেন, নগরীর দৌলতপুরের গৌরাঙ্গ সাহা। এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর আগে যে হারে শনাক্ত হচ্ছিল গত ২/৩দিন ধরে সে হার অনেক বেড়ে গেছে। শনিবার কিছুটা কম থাকলেও আগের দিন করোনা শনাক্তের হার ছিল ২৯শতাংশ। যদিও শনিবার হার কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ১৭.৩৭শতাংশে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, শনিবার খুলনা ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনারই ছিল ৩৯জন। বাকী ১০জনের মধ্যে বাগেরহাটের নয়জন এবং বরিশালের ছিলেন একজন। এর আগের দিন ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১০জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ছিল ২৯ভাগ। এদিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০টি আইসিইউ, ১০টি এইচডিইউ এবং রেডজোন ও ইয়োলো জোনে সর্বমোট ৭০টি বেড রয়েছে। গত ৩০ মে থেকে পূর্ণাঙ্গরূপে ১০০ বেড নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। এর আগে আইসিইউ’র মাত্র ১০টি বেড ছিল। কিন্তু যেদিন থেকেই পূর্ণাঙ্গ ১০০ বেড নিয়ে যাত্রা হলো সেদিন থেকেই রোগীর পরিমাণ উর্দ্ধমুখি রয়েছে। করোনা হাসপাতালের প্রতিদিনকার চিত্রে দেখা যায়, শনিবার সকালে ছিল ১১৩জন রোগী, আগের দিন অর্থাৎ শুক্রবার ছিল ১১০জন, ৩ জুন ছিল ১১৫জন, ২জুন ছিল ১০৯জন এবং পয়লা জুন ছিল ৯৯জন। অর্থাৎ ১০০ বেডের এ হাসপাতালে অতিরিক্ত ২০টি বিছানা দিয়েও রোগীদের ঠাঁই দেয়া যাচ্ছে না। অপরদিকে খুলনা মহানগরীসহ আশপাশের এলাকার পাশাপাশি বিভাগের অন্যান্য জেলার চিত্রও প্রায় একই। বিভাগের ১০০ জেলায় শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪২জন, সুস্থ হয়েছেন ৩১ হাজার ৭৫৩জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৬৬জন। এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের দৈনন্দিন করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, খুলনা বিভাগে শনিবার ছয়জন, আগের দিন চারজন, ৩ জুন তিনজন, ২ জুন পাঁচজন এবং পয়লা জুন তিনজনের মৃত্যু হয়।

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত


বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : বেঞ্জামিন রফিক : রাজধানীর কাকরাইল দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র কার্যালয়ে বাংলাদেশের পত্রিক...বিস্তারিত


৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : নোয়াখালী সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী সেনবাগের মাদক সম্রাট মোঃ বেলাল হোসেন ওরফে লাল বেলাল(৪৮)  কে ...বিস্তারিত


বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : শহিদুল ইসলাম, প্রতিনিধি: আমেরিকা বাফেলো শহরে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী মহলে...বিস্তারিত


হামনিকের পারাব হামনিকের পরিচিতি

হামনিকের পারাব হামনিকের পরিচিতি

আমাদের বাংলা ডেস্ক : : নওগাঁ জেলা প্রতিনিধি : আদিবাসীদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব উপলক্ষে ২৭/০৩/২০২৪ খ্রিঃ রোজ বুধবার সকা...বিস্তারিত


সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর