বাংলাদেশ   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

নাটোরে প্রধানমন্ত্রীর পাকাঘর পেলো প্রতিবন্ধী রশিদ

নাটোর প্রতিনিধি :    |    ০৮:২৪ পিএম, ২০২১-০৮-০৩

নাটোরে প্রধানমন্ত্রীর পাকাঘর পেলো প্রতিবন্ধী রশিদ

জন্মের পর বেশ তিনি ভালোই ছিলেন। বয়স যখন তার ১০ বছর তখন জ্বরে আক্রান্ত হয়ে প্রতিবন্ধীতা বরণ করেন আব্দুর রশিদ। রাস্তার পাশে পাকা কলা বিক্রি করে কোনো রকমে সংসার চলে। তার এক ছেলে অসুস্থ। পরিবারের সাত সদস্যসহ থাকতেন মাটির ঘরে। বর্ষায় ঘরের চালের ফুটো দিয়ে পড়া পানিতে ভিজতে হতো পরিবারের সদস্যদের। তবে এখন আর এই কষ্ট করতে হবে না তাঁদের। 
সারাদিন পরিশ্রম শেষে এখন আর ভাঙ্গা ঘরে ফিরতে হবে না। ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধী আব্দুর রশিদ (৫৫) এখন প্রতিদিন ফিরতে পারবেন নিজ ঘরে। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কল্যাণে টিনের ছাউনি দেওয়া পাকা ঘর পেয়েছেন তিনি।
এসময় প্রতিবন্ধী আব্দুর রশিদের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে তিনি ওই প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন কে তার সার্বিক দায়িত্ব নেয়ার কথা বলেন। 
নাটোর জেলায় মুজিববর্ষ উপলক্ষে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছেন ১ হাজার ৯ শত ৩৯ জন পরিবার। এর মধ্যে গুরুদাসপুর উপজেলায় পেয়েছেন ১৮৫ জন। 
বাড়ি পাওয়ার আনন্দে আব্দুর রশিদের চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় প্রতিবন্ধী আব্দুর রশিদ বলেন, ১১ বছর বয়সে আমি প্রতিবন্ধীতা বরণ করেছি। অন্যের দেয়া ১ শতাংশ জমিতে পরিবারের সাত জন সদস্য নিয়ে এক কুঁড়ো ঘরে থেকেছি। বৃষ্টি এলে কখনও কখনও ঘরে পানি পড়ত। খুব কষ্টে কেটেছে দিন। কষ্টের দিন শেষ আল্লাহ মুখ তুলে চেয়েছেন। এখন আমাদের সুখের দিন। 
আমি স্বপ্নেও কল্পনা করিনি যে, জমি সহ ইটের নতুন ঘর পাব। শেখ মুজিবের মেয়ে হাসিনা সরকার আমাকে এতো সুন্দর ইটের ঘর দেবে। এই বয়সে ইটের ঘরে থাকতে পারব। আমি অনেক খুশি ঘর পেয়ে। এই ঘর আমাদের জন্য রাজমহল, আল্লার কাছে দোয়া করি শেখ মুজিবের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ডিসি স্যার কে আল্লায় যেন বেশি দিন বাঁচায়, আর আমার মত অসহায় মানুষদের পাশে এই ভাবে দাঁড়ায়। 
অপরদিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা আশ্রয়ন প্রকল্পের আওতায় নুতন ঘর পেয়ে ভীষণ খুশি রমেছা বিবি । 
তিনি বলেন, ‘সরকারের কল্যাণে নতুন বাড়ি পেয়েছি। আমার নিজের পক্ষে কখনো এমন বাড়ি তৈরি সম্ভব হতো না। সব মিলিয়ে খুব খুশি লাগছে।’
মঙ্গলবার (০৩ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার মাশিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামে জেলা প্রশাসক শামীম আহমেদ আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন, সহাকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, উপজেলা চেয়ারম্যান আনোয়র হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান আওয়াল শেখ, মাশিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, 
ভূমিহীন ও গৃহহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা দুই শতাংশ জমি, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আধাপাকা ঘর, জমির দলিল, পানির ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা ও পাকা রাস্তা।
এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই রাস্তার ধারে ফুটপাত বা কারও বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করতেন। তারা এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেলেন। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নাই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের আতœনির্ভরশীল করার জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করেছি। পাশাপাশি পরবর্তী প্রজন্ম শিশুদের জন্য শিশু পার্ক নির্মান করে দিচ্ছি। বিভিন্ন ধরণের রাইড দিচ্ছি যাতে তাদের মানসিক বিকাশ ঘটে। 
প্রতিটি ঘরকে আমরা অত্যান্ত চমৎকার ভাবে প্রাক্কলন অনুযায়ী নির্মাণ করেছি। কোন ঘরে ক্রটি পরিলক্ষিত হয়নি। আমরা আশা করি এই ঘরে যারা বসবাস করবেন তারা অনেক শান্তিতে থাকতে পারবেন। যে কোন ধরণের প্রয়োজনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। 
এর আগে জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের ব্লক-বাটিক ও হস্তশিল্প তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রশিক্ষনার্থীদের সাথে নানা বিষয়ে কথা বলেন এবং তাদের কথা শোনেন। এরপর উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। 
 

রিটেলেড নিউজ

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত


বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধার...বিস্তারিত


বিদায়ী অর্থবছর : রিটার্ন জমা দেয়নি ৯২ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান

বিদায়ী অর্থবছর : রিটার্ন জমা দেয়নি ৯২ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : # দুর্বল ব্যবস্থাপনা ও জনবল সংকটে বকেয়া থাকছে মোটা অঙ্কের রাজস্ব # রিটার্ন না দেওয়ার জন্য অনেকে ব্...বিস্তারিত


জাপা অফিস ঘেরাও: কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাপা অফিস ঘেরাও: কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দল‌টির চেয়ারম‌্যান জি...বিস্তারিত


বিরোধী দলেই থাকতে চাই: জিএম কাদের

বিরোধী দলেই থাকতে চাই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলেই থাকতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আস...বিস্তারিত


নির্বাচন নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।   ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর