বাংলাদেশ   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন 

জবি প্রতিনিধি    |    ০৪:১৫ পিএম, ২০২১-০৮-২৩

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন 

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দ্রুত জানানো হবে বলেছেন উপাচার্যরা। প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। 
গুচ্ছভিত্তিক ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে ২৫ জুন এবং গত শনিবার রাতে চুড়ান্ত আবেদনের সময়সীমা ও ফি নির্ধারন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন যাচাই বাছাই শেষে যেসকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। চলতি  মাসের মধ্যে উত্তীর্ণদের মুঠোফোনে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। 
পরবর্তী ধাপ অর্থাৎ চূড়ান্ত আবেদন পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে গতবারের পরীক্ষার ফি ৬০০ টাকা থেকে বেড়ে এবার  দ্বিগুন অর্থাৎ ১২০০ টাকা করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাত আটটায় শুরু হওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিং শেষে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ নূর।
মোনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা প্রথমে ৬০০ টাকা করে ফি নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু আজকের মিটিংয়ে ১২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের ইউজার নেম ও আইডি মুঠোফোনে বার্তার মাধ্যমে জানানো হবে। এগুলো দিয়ে তারা আবেদন করতে পারবে। যাদের বার্তা যাবে তারা পরবর্তী ধাপে উক্ত ফি প্রদানের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে পারবে। তবে করোনার জন্য সময় বাড়ানো লাগলে আমরা তা করব।
ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নে উপাচার্য বলেন, পরিস্থিত স্বাভাবিক থাকলে শীগ্রই  পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আমরা পরিকল্পনা করেছি অক্টোবরের মধ্যেই ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়ার। সশরীরে এ পরীক্ষা নিতে চান বলেও জানান তিনি।
যদিও ইতিপূর্বে উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির উপরে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য মোট তিনটি বিভাগে পরীক্ষা হবে। শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীর শিক্ষার্থীর ছবি বর্গাকার, হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ড ও ছবির সাইজ ১০০ কিলোবাইটের নির্ধারিত ফরম্যাটে থাকতে হবে।
এদিকে ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে 'গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের পাস করা এসএসসি শিক্ষার্থীদের বাদ দেওয়া কেন অবৈধ হবে না' তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২৩ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়ার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রিটের বিবাদীরা হচ্ছে- শিক্ষা সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ২৪ জন। গতকাল রবিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি নোটিশ বিশ্ববিদ্যালয়ে আসে।  এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বলেন, গতকাল আমাদের মিটিং হয়েছে কিন্তু আজ হাইকোর্টের ফাইলটি আমাদের কাছে আসে। আমরা আগামী মিটিংয়ে বিষয়টি উত্থাপন করবো, সেখানে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে ১৯ জুন বিজ্ঞান, ২৬ জুন মানবিক ও ৩ জুলাই বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হলেও করোনার প্রকোপে আগেই তা স্থগিত করা হয়। 
গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলো হলো : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত


বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : বেঞ্জামিন রফিক : রাজধানীর কাকরাইল দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র কার্যালয়ে বাংলাদেশের পত্রিক...বিস্তারিত


৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : নোয়াখালী সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী সেনবাগের মাদক সম্রাট মোঃ বেলাল হোসেন ওরফে লাল বেলাল(৪৮)  কে ...বিস্তারিত


বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : শহিদুল ইসলাম, প্রতিনিধি: আমেরিকা বাফেলো শহরে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী মহলে...বিস্তারিত


হামনিকের পারাব হামনিকের পরিচিতি

হামনিকের পারাব হামনিকের পরিচিতি

আমাদের বাংলা ডেস্ক : : নওগাঁ জেলা প্রতিনিধি : আদিবাসীদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব উপলক্ষে ২৭/০৩/২০২৪ খ্রিঃ রোজ বুধবার সকা...বিস্তারিত


সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর