বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪  

শিরোনাম

বান্দরবানে জুম চাষীরা কফি চাষে ঝুঁকছেন  উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন

বান্দরবান থেকে সুফল চাকমা:    |    ০৯:১২ পিএম, ২০২১-১০-৩০

বান্দরবানে জুম চাষীরা কফি চাষে ঝুঁকছেন  উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন

শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। এক কাপ কফি পানে মানসিক শক্তি বৃদ্ধি পায়। কফি রোগের ঝুঁকি কমায়। সত্যি বলতে কফির গন্ধই আপনাকে অনেকখানি চাঙা করে দেয়। আর কফি পেটে পড়তেই মনের বিষাদভাব কাটতে বেশী সময় লাগেনা।

নানান বাস্তবতায় পাহাড়ের পাহাড়ীদের পেশায় এসেছে বৈচিত্র্য। জুম চাষ নির্ভর সমাজ ব্যবস্থা সেই কবে ঝুঁকেছে শিক্ষা-দীক্ষা, চাকুরী ব্যবসা ও বাণিজ্যিক ভাবে দীর্ঘমেয়াদি অর্থকরী ফসলের দিকে। কর্পোরেট দুনিয়ায় সম্পৃক্ততা বেড়েছে। জুম চাষীরা বিভিন্ন বাণিজ্যিক ফলজ বাগান ও অর্থকরী ফসল চাষে ঝুঁকছেন। কারন দিন দিন জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্টান ভুমি লিজ নেওয়ার কারনে জুম চাষের জায়গা সংকুচিত হয়ে অনেকটা জুম চাষ পরিত্যাগ করে দীর্ঘমেয়াদি অর্থকরী ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছে।  বান্দরবান জেলা শহর থেকে ২৬কিলোমিটার দুরে সমুদ্রপিষ্ট থেকে ২৫০০ ফুট উচ্চতায় চিম্বুক পাহাড়ে এখন কফি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে জাল বুনে চলেছেন বাগান চাষী  ঙুই ইন ম্রো (৩২) ইয়াঙ সম ম্রো, রুম ক্লাম ম্রো, মেন রুম ম্রো, রেন নক ম্রো সহ অনেকেই। গত বছর ২০০ টাকা কেজি দরে ১৫কেজি কফি বিক্রি করেছিলেন, চলতি বছরে আরো প্রায় ২০০কফি গাছে ফলন এসেছে। যে সমস্ত গাছে ফলন বেশী হয়েছে সেই গাছগুলোতে ঠেস দিতে হয়। এবছর ৩০-৪০কেজি পাওয়ার আশা করছেন। আরো ৩-৪হাজার লাগাতে চাই কিন্ত চারা পাচ্ছি না। সেজন্য কৃষি বিভাগ থেকে আরো সহযোগীতা লাগবে। বর্তমান এক একর জায়গার বাগানে সব মিলিয়ে একহাজার গাছ আছে। একহাজার কফি গাছ লাগিয়ে এখন ফলন পাওয়ার অপেক্ষা। তিনি আরো বলেন যদি প্রতি গাছ থেকে দুই কেজি করে কফি পেলে কেজি দুইশ টাকা করে বিক্রি করলেও বছরে দুইলাখ টাকা আয় হবে। কপি চারা লাগানোর দুই বছর থেকে ফলন দেয়া শুরু করে,  তৃতীয় বছর থেকে পুরোদমে ফল দেয়।  গাছ ৭০-৮০ বছর পর্যন্ত বেঁচে থাকে। সাধারনত জানুয়ারী মাসে ফুল আসে সপ্তাহ খানেক পর ফলে পরিনত হয়ে নভেম্বর শেষের দিকে কপি ফল পাকা শুরু করে এবং কৃষক ও ফলন সংগ্রহ করতে শুরু করেন। চিম্বুক ও ফারুক পাড়ায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায় আম, জাম্বুরা বিভিন্ন ফলজ বাগানের সাথে সাথী ফসল হিসেবে ভালো কফির ফলন হচ্ছে। কারন কফি চারা বর্ষা মৌসুমে রোপন করতে হয়, গাছের ছায়া ও মাটির আদ্রতা লাগে, আবার বেশী ছায়া হলেও ফলন কম হয়, সে হিসাবে রৌদ্রতাও লাগে, আবার বেশী রোদ পেলে তাও গাছের গোড়ায় পানি দিতে হয়। কফি দুই প্রকার রোবস্ট ও এ্যারাবিক  এক কেজি কফি খোসা সহ ২০০-২৫০টাকায় বিক্রি করা হয়। একটি কফি গাছ থেকে বছরে ৫কেজি থেকে সর্বোচ্চ ১৫কেজি পর্যন্ত ফল পাওয়া যায় একবার ফলন দেয়া শুরু করলে একটানা ৪০-৫০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায় । গাছ বেঁচে থাকে ৭০-৮০ বছর। বান্দরবান জেলায় কপি চাষের অগ্রপথিক,  কপি চাষ প্রশিক্ষক,  গবেষক তৈদু রাম ত্রিপুরা ১২ বছর যাবৎ কপি চাষ নিয়ে গবেষনা করছেন। তিনি বলেন কফি খোসা সহ প্রতি কেজি খোসা সহ ২০০ টাকা আর খোসা ছাড়া ৩৫০ টাকা করে কফি চাষীদের কাছ থেকে ক্রয় করেন। তৈদুরাম ত্রিপুরা ভিয়েত নাম, কম্বোধিয়া, নেপাল, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কফি চারা উৎপাদন- রোপন, পরিচর্চা,  উৎপাদন ও বিপনন সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে এসে নিজে কফি চাষ করেছেন। কফি চাষীদের উৎসাহ,  প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগীতা করছেন বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন।  দেশে একমাত্র কফি ক্রয়-বিক্রয় প্রতিষ্টান  নর্দান এন্ড কফি রোস্ট কোম্পানি এর সাথে কফি চাষীদের সাথে সংযোগ করে দিয়েছেন।  সারা বিশ্বব্যাপী কফির মূল্য একই থাকার কারনে সিন্ডিকেট নেই তাই কৃষকেরা ন্যায্য মূল্য পেয়ে থাকেন। তিনি আরো জানান  সারা দেশে কফির চাহিদা ৩মাসে ৫-৬টন অথচ দেশে চাহিদার তুলনায় উৎপাদন হয় খুবই কম। সেজন্য ইথিওপিয়া, ব্রাজিল থেকে কফি আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়।  বালাঘাটা হর্টিকালচার সেন্টার এর উপ-পরিচালক উদ্যানতত্ববিদ ড.সাফায়েত আহমমদ সিদ্দিকী বলেন এযাবৎ ৬৫জন কফি চাষিকে প্রশিক্ষণ দিয়ে ৯৭৫০টি এ্যারাবিক কফি চারা সরকারী নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক এস এম শাহ্ নেয়াজ বলেন প্রাকৃতিক আবহাওয়া জলবায়ু মাটির কারনে পাহাড়ী এলাকাসমুহ কফি চাষের উপযোগী।বিশেষ করে পরিকল্পিত ভাবে লাগানো পুরনো আম বাগানে কফি চাষ পুরো উপযোগী। কারন কফি গাছের ছায়ায় ভালো হয়। বান্দরবান জেলায় বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানছি ও লামা উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে ১৪৬ হেক্টর জমিতে কফি চাষ হচ্ছে, পূর্ণ বাণিজ্যিকভাবে ২০০ একর জায়গায় বান্দরবান জেলায় কফি চাষ করা হচ্ছে এবং ফলন্ত হচ্ছে ২০হেক্টর জায়গায়। দিন দিন কফির আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছর কফির খোসা সহ ৩৪মেট্রিকটন কফি উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ৬২৫জন কৃষককে ৩৭হাজার ২০০সারা বিতরণ করা হয়েছে। কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে কৃষি উপকরণ ও বিতরণ করা হয়েছে। গত বছর ৪৮ টি ছিল কফি চাষের কৃষি প্রদর্শনী এবছর ২১৫টি প্রদর্শনী প্লট করা হয়েছ।তিনি আরো বলেন কৃষক যাহাতে ন্যায্য মূল্য পায় কফি প্রক্রিয়াকরন মেশিন প্রদান করা হয়েছে এবং বান্দরবানে কফি ফ্যাক্টরি স্থাপন করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান দেশের মানুষ কফি পানে অভ্যস্ত কম হওয়ার কারনে উৎপাদিত কফি বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদিশক মুদ্রা উপার্জন করা সম্ভব এবং লোকজনেরও প্রচুর কর্মসংস্থান হবে, সে জন্য বান্দরবান কৃষি বিভাগ কফি চাষীদের সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছে।
 

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত


বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : বেঞ্জামিন রফিক : রাজধানীর কাকরাইল দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র কার্যালয়ে বাংলাদেশের পত্রিক...বিস্তারিত


৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

৪ কেজি গাঁজা সহ সেনবাগের মাদকসম্রাট লাল বেলাল গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : নোয়াখালী সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী সেনবাগের মাদক সম্রাট মোঃ বেলাল হোসেন ওরফে লাল বেলাল(৪৮)  কে ...বিস্তারিত


বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : শহিদুল ইসলাম, প্রতিনিধি: আমেরিকা বাফেলো শহরে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী মহলে...বিস্তারিত


হামনিকের পারাব হামনিকের পরিচিতি

হামনিকের পারাব হামনিকের পরিচিতি

আমাদের বাংলা ডেস্ক : : নওগাঁ জেলা প্রতিনিধি : আদিবাসীদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব উপলক্ষে ২৭/০৩/২০২৪ খ্রিঃ রোজ বুধবার সকা...বিস্তারিত


সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর