বাংলাদেশ   শনিবার, ২০ এপ্রিল ২০২৪  

শিরোনাম

ঢাকা-প্যারিস সম্পর্ক আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৮ পিএম, ২০২১-১২-১৯

ঢাকা-প্যারিস সম্পর্ক আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

গত নভেম্বরে ফ্রান্সে দ্বিপাক্ষিক সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দিনগুলোতে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক আরও গতিশীল এবং শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মারিন শু’র সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে গত নভেম্বর মাসে প্যারিসে দ্বিপাক্ষিক সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিরল সম্মান’ দেখিয়েছে দেশটি। প্যারিস বিমানবন্দরে স্ট্যাটিক গার্ড অব অনার, ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এবং পরে ইনভ্যালিডসে (কুচকাওয়াজ, গার্ড অব অনারসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থান) লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে বিরল সম্মান জানায় দেশটি।

সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক শক্তিশালী ও নতুন উচ্চতায় পৌঁছেছে। সে সময় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরকে ‘ঐতিহাসিক সফর’ বলেও মন্তব্য করেছিলেন।

প্রেস সচিব জানান, গণভবনে বিদায়ী সাক্ষাতে আসা রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ফরাসি সরকার ও জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।

দুই দেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধির কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স এবং বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। দুই দেশের মধ্যে একটি যৌথ ইশতেহার সই হয়েছে যা এই সম্পর্ক আরও এগিয়ে নেবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নিতে যাচ্ছে। ওই মাসেই তারা ইন্দো-প্যাসিফিক সামিট আয়োজন করবে। সামিটে ফ্রান্স বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান জিন মারিন শু।

কোভ্যাক্সের আওতায় ফরাসি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এক দশমিক দুই মিলিয়ন কোভিড-১৯ টিকা সরবরাহ করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

এ সময় করোনা মহামারির প্রভাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমাদের বিপুল জনসংখ্যা। মহামারি সত্ত্বেও আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম সামনে এগিয়ে নিয়েছি।

বিগত বছরগুলোতে, বিশেষ করে করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি চট্টগ্রামে ‘অঁলিয়স ফ্রসেস’-এর সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান। এছাড়া দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গতিশীল ভূমিকা রাখার জন্য ফরাসি রাষ্ট্রদূতের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
 

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত


ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল

ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম ব্যুরো : : বন্দরে আমদানি-রপ্তানি সহজ করে একটি মানসম্মত আধুনিক কনটেইনার টার্মিনাল। বাড়ায় বন্দরের সক্ষমতা। চ...বিস্তারিত


ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে তেজগাঁও হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাচ্ছিল যমুনা এক্সপ্রেস। এ সময় ট...বিস্তারিত


পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

সাজেদা হক : : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের বিরুদ্ধে সরকারি ব্য...বিস্তারিত


টেস্ট পরীক্ষার নামে বাড়তি ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

টেস্ট পরীক্ষার নামে বাড়তি ফি আদায় করা যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অরিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখি...বিস্তারিত


আরও সোয়া লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০ প্রতিষ্ঠান

আরও সোয়া লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও এক লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৫০টি প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর