শিরোনাম
সংবাদদাতা, নওগাঁ : | ০৮:০৫ পিএম, ২০২০-০৯-১৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিপর্যয়ের পর নতুনভাবে ঘুরে দাঁড়াতে ঘর গোছানোর কাজ শুরু করেছে নওগাঁ জেলা যুবদল। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত মেয়াদোত্তীর্ণ সব কমিটি ভেঙে করা হচ্ছে নতুন কমিটি।
কাউকে পেছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে শুরু হোক আমাদের পথচলা। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁয় ঘর গোছানোর কাজ শুরু করেছে যুবদল।
দলীয় সূত্র বলছে, কয়েক বছর ধরেই দল পুনর্গঠনে বড় ধরনের রদবদল আনতে চাচ্ছিল যুবদল। তবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে তা হয়ে উঠছিল না। তবে এবার খুব কঠোরভাবেই দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছে যুবদল। লন্ডন থেকে এই কাজ পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দল পুনর্গঠনে কোনো নেতার নয় তৃণমূল যা চাইবে যাকে নেতা নির্বাচিত করবে সে ই হবে সেই ইউনিটের নেতা। এ ব্যাপারে কোন ধরনের অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে নওগাঁ জেলার ১৪ টি ইউনিটের (থানা ও পৌর)মধ্যে ১১ টিতে নতুন আহব্বায়ক কমিটি দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে বাকী ৩ টি কমিটি করা হবে জানিয়েছেন যুবদলের দায়িত্বশীল নেতারা। দলটির নেতারা আশা করছেন, দ্রুত সব সাংগঠনিক থানা পুনর্গঠনের আওতায় আসবে।
জানতে চাইলে যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ জানান, কমিটি গঠনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিরোধপূর্ণ থানা গুলোতে জেলা যুবদলের নেতাদের সমন্বয়ে পর্যবেক্ষন কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি গুলো যথেষ্ঠ যোগ্যতার সাথে সকল বিরোধ নিরসন করার কাজ করে যাচ্ছে।তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে আমরা যেভাবে কাজ করছি তাতে ভবিষ্যতে যুবদলে দৃশ্যত কোন গ্রুপিং থাকবেনাএবং যুবদলের তৃণমুল অতীতের চেয়ে আরো শক্তিশালী হবে। পুনর্গঠনের কাজ শেষ হলে আমরা নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে যাব।
যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন বলেন, ‘যুবদলের পুনঃগঠন ৫ টি ধাপে হচ্ছে।১ম সকল উপজেলা ও পৌরসভায় আহব্বায়ক কমিটি গঠন ২য় সকল ইউনিয় ও পৌরসভার ওয়ার্ডে আহব্বায়ক কমিটি গঠন ৩য় ইউনিয়ের ওয়ার্ডে ও পৌরসভায় মহল্লা কমিটি গঠন ৪র্থ ইউনিয়ের পূর্ণাঙ্গ পৌর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ও ৫ম উপজেলা ও পৌর পূর্ণাঙ্গ কমিটি গঠন।এই পুনর্গঠন প্রক্রিয়ার পর নওগাঁ জেলার তৃণমূল যুবদল আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পৃথকভাবে নিয়মিত জেলার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। এসব বৈঠকে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। বৈঠকে দল পুনর্গঠনের, অন্তর্কোন্দল নিরসন, ভবিষ্যৎ আন্দোলন, কর্মসূচি এবং দল পরিচালনার বিষয়ে তৃণমূল নেতাদের সার্বিক মতামত নেন তারেক রহমান। মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং যেসব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি নেই সেখানে কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে তৃণমূলের পরামর্শও নেন যুবদলের শীর্ষ নেতারা।
নওগাঁ জেলা যুবদলের কয়েকজন নেতা জানান নওগাঁ জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক অত্যন্ত বিচঙ্খনতার সাথে দল পুনঃগঠনের কাজ করছেন।কোন কোন ক্ষেত্রে দলের বিভেদ মেটাতে ও তৃনমুলের নেতাদের মতামতকে গুরুত্ব দিতে চরম কঠোরতার প্রকাশ পাওয়া যাচ্ছে।তারা নেতৃত্বকে বিকেন্দ্রীকরণ ও জুনিয়র নেতৃত্বকে দক্ষ হিসেবে তৈরি ও তৃনমুলে ঐক্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ইউনিটে পর্যবেক্ষণ কমিটি গঠন অত্যন্ত গঠন মুলক আধুনিক সম্মত ও ইতিবাচক। ইতিপূর্বে এ ধরনের কোন কার্যক্রম দেখা যায় নাই। জেলা যুবদল নেতা ও বিভিন্ন পর্যবেক্ষণ কমিটির সদস্য রাশিকুজ্জামান উজ্জল,এ কে এম রওশন উল ইসলাম,শামীনুর রহমান, আমীন মুক্তারসহ আরো অনেকে বলেন, আগে বিভিন্ন ইউনিট কমিটি বড় বড় নেতাদের সিদ্ধান্তেই হত এখন আর সেই সুযোগ নেই। আমরা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে যাচ্ছি তৃণমূলের নেতাদের কথা শুনছি। তাদের মতামতকে প্রাধান্য দিয়েই কমিটি গঠন করছি।এতে দিনরাত পরিশ্রম করছি আমাদের খুব কষ্ট হচ্ছে আবার ভালও লাগছে তৃনমুলের নেতাকর্মীদের সংঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে পরিচয় হচ্ছে তাদের মতামত জানতে পারছি। সেই মোতাবেক নিরপেক্ষ সিদ্ধান্ত দিচ্ছি ভালই লাগছে।জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এর প্রতি কৃত্বজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ দেবার জন্য।আমরা আশা করি এর মাধ্যমে মাঠ পর্যায়ে প্রকৃত নেতৃত্ব বেরিয়ে আসবে ও দলের মধ্যে বিভাজন অনেক কমে আসবে।
সংবাদদাতা, পঞ্চগড় : : পঞ্চগড়ের বোদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।...বিস্তারিত
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : : গত কয়েকদিন উপর্যুপরি ডাকাতির ঘটনায় ডাকাত আতঙ্কের মধ্যে এবার এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া :: : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােম...বিস্তারিত
সংবাদদাতা কক্সবাজার :: : কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ (১৫০৫৩)-দায়িত্ব গ্রহণ করেছেন। বুুধবার ৬ জানুয়ারী ...বিস্তারিত
মো. আকতার হোছাইন কুতুবী, কক্সবাজার :: : কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতালিতে বয়োবৃদ্ধের বসতঘর দখলে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে ভূ...বিস্তারিত
সংবাদদাতা, পঞ্চগড় : : “পাখি শিকার দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকি” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited