শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০৬:৫১ পিএম, ২০২০-০৯-১৭
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের অন্ধকারে আড়াই শতাধিক কলা ও মেহগনি গাছ কর্তন করেছে। এ ব্যাপারে রাজবাড়ী আদালতে ৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছে।
উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে রজব আলী বিশ্বাস রাজবাড়ীর ১নং বিজ্ঞ আমলী আদালতে গত ১৩ সেপ্টেম্বর মামলা নং- মিসপি-২৩০/২০, ধারা-৩০৭/৩২৩/৩৭৯/৪৪৭/৫০৬(॥)/১০৯দ.বি. মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হলো, পদমদী ( নিকারীপাড়া) গ্রামের মৃত রশিক বিশ্বাসের ছেলে আক্কেল বিশ্বাস, আক্কেল বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস, রাকিবুল বিশ্বাস, আবেদ আলীর ছেলে রফিক বিশ্বাস, জলিল বিশ্বাসের ছেলে পিয়ারুল বিশ্বাস, খালেক শেখের ছেলে খায়রুল শেখ, আক্কেল বিশ্বাসের স্ত্রী সেলিনা খাতুনসহ অজ্ঞাতনামা ২০-২৫জন।
মামলায় অভিযোগে বলেন, রজব আলী বিশ্বাস ও রুস্তম আলী বিশ্বাস এস,এ রেকর্ডীয় মালিক কিনু নিকারীর কন্যা নছিমন নেছার নিকট থেকে ২০০৩ সালের ১৪ ডিসেম্বর ৫২৮৩ ও ৫২৮২ নং কবলা দলিলমূলে আর,এস ৩৬৭ যাহা বিএস ৩৫৯ নং দাগ হতে ১৫.৫০ ও ০৭.৫০ মোট ২৩শতাংশ জমি ক্রয় করেন। জমিতে মেহগনি ও কলাগাছ রোপন করে ভোগদখলে আছেন। গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত আসামীরা পরস্পর যোগসাজসে জমিতে প্রবেশ করে ২লক্ষাধিক টাকা মূল্যের ১০০টি মেহগনি ও ১লক্ষ টাকা মূল্যের ১৫০টি ধরন্ত কলাগাছ কর্তন করে ক্ষতিসাধন করে। আসামীদের এহেন অন্যায় কাজে বাধা প্রদান করতে গেলে আক্কেল বিশ্বাসের হুকুমে আরিফ বিশ্বাস ও রাকিবুল বিশ্বাস বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে রজব আলী বিশ্বাসকে মারপিট করে। রফিক বিশ্বাস ও পিয়ারুল বিশ্বাস রজব আলী বিশ্বাসকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং খায়রুল শেখ গলা চেপে ধরে শ্বাসরোধ করে জীবনে শেষ করার উপক্রম করে। সব আসামী মিলে মেহগনি গাছ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। তারা যাবার সময় হুমকি দিয়ে বলে যে, মামলা মোকর্দ্দমা করলে প্রাণে শেষ করে দিবে। মামলার পরবর্তী তারিখ আগামী ১ ডিসেম্বর।
রজব আলী বিশ্বাস বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ আমার ও আমার পরিবারকে ক্ষতিসাধন করার জন্য উঠেপড়ে লাগে। এ কারণে গত ১০ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০জনকে আসামী করে হুমকি-ধমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরে ক্ষিপ্ত হয়ে গাছ কর্তন ও মারধোর করেছে। আসামী পিয়ারুল বিশ্বাস, খায়রুল শেখ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকার প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছি।
শহিদুল করিম শহিদ ,কক্সবাজার : : কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু...বিস্তারিত
সংবাদদাতা, সাতক্ষীরা : : সাতক্ষীরার আশাশুনিতে সহ¯্রাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক...বিস্তারিত
সংবাদদাতা, পঞ্চগড় : : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ভাতিজির বিয়েতে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বিদ্যু...বিস্তারিত
বিহারী চাকমা, রাঙ্গামাটি : : বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২১ সালের জানয়ারি মাসের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধব...বিস্তারিত
সংবাদদাতা, পঞ্চগড় : : পঞ্চগড়ের বোদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।...বিস্তারিত
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : : গত কয়েকদিন উপর্যুপরি ডাকাতির ঘটনায় ডাকাত আতঙ্কের মধ্যে এবার এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited