বাংলাদেশ   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

অস্ত্র ক্রয় না করায় বাতিল হচ্ছে ১৩০টি লাইসেন্স, রাজধানীতে ১২ হাজারে বেশী বৈধ অস্ত্র 

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৬ পিএম, ২০২৩-১১-০৬

অস্ত্র ক্রয় না করায় বাতিল হচ্ছে ১৩০টি লাইসেন্স, রাজধানীতে ১২ হাজারে বেশী বৈধ অস্ত্র 

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের তথ্য হালনাগাদ করা হচ্ছে। যে সব লাইন্সেধারী ব্যক্তি তাদের আগ্নেয়াস্ত্রের লাইন্সে নবায়ন কিংবা তথ্য হালনাগাদ না করবেন তাদের অস্ত্রের লাইসেন্স বাতিলা করা হবে বলে সংশ্লিস্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, ঢাকা জেলায় ১২ হাজারের বেশি বৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের লাইসেন্স রয়েছে। এসব বৈধ অস্ত্র নির্বাচনের তফসিল ঘোষণার পর জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়ে থাকে। সেই নির্দেশনার পরও যারা অস্ত্র জমা না দেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। রাজধানী ও ঢাকা জেলায় বৈধ ১২ হাজার ৪৩৬টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের লাইসেন্স রয়েছে। এরমধ্যে শটগান ও বন্দুক ৬ হাজার ৭৪, পিস্তল ৪ হাজার ৬১, রিভলবার ১ হাজার ৩২০ ও রাইফেল ৮৫১টি। বাকি ১৩০টি অস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসন থেকে দেওয়া হলেও এখনো লাইসেন্সধারী ব্যক্তিরা অস্ত্র ক্রয় করেননি। ফলে তা বাতিলের প্রক্রিয়া চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। 
অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য অনলাইনে এন্ট্রি করছে ঢাকা জেলা প্রশাসন। প্রতিদিন ৫০ থেকে ১৫০ জন অনলাইনে তথ্য এন্ট্রি  করছেন ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে। এরমধ্যেই দেড় হাজার বৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের লাইসেন্সধারীর তথ্য অনলাইনে এন্ট্রি করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে লাইসেন্সধারী এক ব্যক্তি জানান, বৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য অনলাইনে এন্ট্রি করার গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। আর এজন্যই লাইসেন্স হলনাগাদ করেছি। অস্ত্রের তথ্য ও তালিকা থাকা দরকার। একই সঙ্গে সবাই যথাযথ ব্যবহার করছে কি না তাও তদারকি করা দরকার।
জেলা প্রশাসক কার্যালয়ের এক সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ এর ধারা ৩৫ মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির পাঁচ বছরের মধ্যে অস্ত্র ক্রয় না করলে লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আর বাতিলকৃত  লাইসেন্স পুনর্বহাল করা যাবে না।অপরদিকে যেসব অস্ত্র নবায়ন করার কথা তা যদি পাঁচ বছরের মধ্যে নবায়ন না করে তাহলে সেই অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যায়। সরকার যে কোনো সময় লাইসেন্স বাতিল করার এখতিয়ার রাখে। এছাড়া নীতিমালা ভঙ্গ করে ব্যবহার, সময়মতো নবায়ন না করা প্রভৃতি কারণে ঢাকা জেলায় বৈধ অস্ত্রের সংখ্যা হ্রাস পেয়েছে। আর সূত্রটি আরো জানায়, নির্বাচন সামনে রেখে চলছে এসব লাইসেন্সের তথ্য হালনাগাদ করার কাজ। আগে ঢাকায় প্রায় ২০ হাজার বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল। এখন সেটা কমে ১২ হাজারে নেমেছে।
আর ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম গণমাধ্যমে বলেছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সপ্রাপ্তির পাঁচ বছরের মধ্যে অস্ত্র না ক্রয় করলে এবং পাঁচ বছর কোনো অস্ত্রের নবায়ন না করলে লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর লাইসেন্সটি বাতিল হলে সেই লাইসেন্সটি আর থাকে না। বেশিরভাগই এ কারণে বাতিল হয়ে গেছে। এছাড়া নীতিমালা ভঙ্গ করে লাইসেন্স ব্যবহার, সরকার যে কোনো সময় লাইসেন্স বাতিল করার এখতিয়ারও বাতিল হয়।
আরেক সূত্র জানায়, লাইসেন্স করা অস্ত্রের ডাটাবেজটা ডিজিটাল করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে সারাদেশের সব জেলার লাইসেন্স করা বৈধ অস্ত্রের তালিকা তৈরি করছে। ঢাকা জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক লাইসেন্স এর অস্ত্র রয়েছে। ঢাকা জেলার ডাটাবেজ এন্ট্রি করা হচ্ছে। ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ধারা ২৫ (ক) অনুযায়ী, কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রি করা অস্ত্র আত্মরক্ষার জন্য নিজে বহন বা ব্যবহার করতে পারবেন। তবে, অন্যের ভীতি বা বিরক্তির উদ্রেক করতে পারে, এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না। আর ২৫ (গ) অনুযায়ী, আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবে না।
আবার ৩০ থেকে ৭০ বছরের মধ্যে থাকা কোনো ব্যক্তির জীবনের ঝুঁকি থাকা, বছরে তিন লাখ টাকা আয়কর দেওয়াসহ কিছু শর্ত মেনে অস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করতে পারেন।তাছাড়া, ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট ও ১৯২৪ সালের আর্মস রুলসের আওতায় যে কোনো সামরিক বা বেসামরিক নাগরিক বৈধ অস্ত্রের আবেদন করতে পারেন। তাছাড়া, লাইসেন্স পাওয়ার পর আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স ফি ও নবায়ন ফি দিতে হয়। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের ধরন অনুযায়ী ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লাইসেন্স ফি দিতে হয়। আর নবায়ন ফি দিতে হয় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের জন্য লাইসেন্স ফি ২০ হাজার টাকা, নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে লাইসেন্স ফি ৫০ হাজার টাকা, নবায়ন ফি ১০ হাজার টাকা। ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ফি ১ লাখ টাকা, নবায়ন ফি ২০ হাজার টাকা। সেফ কিপিংয়ের লাইসেন্স ফি ২০ হাজার টাকা, নবায়ন ফি ৫ হাজার টাকা করে দিতে হয়।অস্ত্র আইনের ধারা ৩২ (১) মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তির লাইসেন্সপ্রাপ্তির জন্য বিশেষ প্রাধিকার দেওয়া হয়েছে। তাদের নির্ধারিত আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
আবার বৈধ অস্ত্রের জন্য গুলি ক্রয় করার জন্য যখন কেউ জেলা প্রশাসকের দপ্তরে সংশ্লিস্ট শাখায় যান, তখন তা যাচাই করা হয়। আর হিসাব ছাড়া তাদেরকে গুলি কিনতে দেওয়া হয় না। কেউ অবৈধভাবে গুলি ব্যবহার করে হিসাব মেলাতে না পারলে বিষয়টি তদন্ত করা হয়।  তাছাড়া গুলি যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। লাইসেন্স করা বৈধ অস্ত্রগুলো অবৈধভাবে ব্যবহারের সুযোগ খুবই কম। অস্ত্রের লাইসেন্স বাতিল হলে তা থানায় জমা দেওয়া হয়েছে কি না তারও তদারকির ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। 
ডিএমপির এক সূত্র জানায়, নগরীতে অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে উদ্ধারজনিত কারণে গত ২০২০ সাে মোট ১৫৫টি, ২০২১ সালে ১৯২টি, ২০২২ সালে ১৯৬টি ও ২০২৩ সালের জুন পর্যন্ত ৮৪টি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনের বছর অবৈধ অস্ত্রের বিস্তার ও উদ্ধার বিষয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা সাংাবদিকদের বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের নিয়মিত কাজ। নির্বাচন এলে অপরাধীদের কেউ কেউ অবৈধ অস্ত্র ব্যবহার করে এক ধরনের প্রভাব খাটাতে চায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর থাকে কেউ যেন অবৈধ অস্ত্র ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। আর নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা এলে আমরা সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করবো। থানায় জমা দিতে বললে আমরা থানায় জমা নেবো। আর ‘নির্দেশনা দেওয়ার পর জমা না দিয়ে রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। অস্ত্র অবৈধ হয়ে যাবে। আর অবৈধ অস্ত্রের জন্য যে আইনগত ব্যবস্থা তা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে জানিয়েছেন তিনি।

রিটেলেড নিউজ

কক্সবাজার সৈকতে হিটস্ট্রোকে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে হিটস্ট্রোকে পর্যটকের মৃত্যু

মোঃ জহির উদ্দীন, কক্সবাজার থেকে : : কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে  হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মতিউর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছ...বিস্তারিত


চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক : সরকারী চাকরীতে প্রবেশের বয়সসীমা  বাড়ানোর জন্য দীর্ঘ ১৩ বছর ধরে (২০১২  সাল থেকে)  সরকারের দৃষ্ট...বিস্তারিত


আইডিয়াল স্কুল এন্ড কলেজ গভনিং বডির নির্বাচন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ

আইডিয়াল স্কুল এন্ড কলেজ গভনিং বডির নির্বাচন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি  নির্বাচনে দাতা সদস্য প্রতিনিধি পদপ্রার্থী  বী...বিস্তারিত


সাগরিকায় কসাইখানা নির্মাণে চসিক ও প্রাণিসম্পদের চুক্তি

সাগরিকায় কসাইখানা নির্মাণে চসিক ও প্রাণিসম্পদের চুক্তি

চট্টগ্রাম ব্যুরো : : নগরের সাগরিকা পশুর হাটের পশ্চিম পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক একর জায়গায় প্রায় ১০০ কোট...বিস্তারিত


সিলেট নগরীতে ১৫ মিনিটের শিলাবৃষ্টির তান্ডব

সিলেট নগরীতে ১৫ মিনিটের শিলাবৃষ্টির তান্ডব

আমাদের বাংলা ডেস্ক : : পি সি দাশ : সিলেট শহরে মাত্র ১৫ মিনিটের কালবৈশাখি ঝড় সহ শিলাবৃষ্টি ব্যাপক তান্ডবে আঁতক ছড়িয়ে পরে সি...বিস্তারিত


উখিয়ায় মাটিচাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত

উখিয়ায় মাটিচাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত

আমাদের বাংলা : : উখিয়া প্রতিনিধি : উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় মোহাম্মদ আলম (২৮) নামক এক রোহিঙ্গা শ্রমিক নিহত ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর