শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১৭ পিএম, ২০২০-১০-২৭
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই ওই মাদরাসার শিক্ষার্থী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন, আল জাজিরা।
এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মসজিদটিতে স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো।
মানসুর আমান নামে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
ওই কর্মকর্তা জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
ওয়াকার আজিম নামে অপর এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শিশুদের কুরআন শিক্ষার ক্লাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ একজন বিস্ফোরকের ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকেছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে দুই শিক্ষক আহত হয়েছেন। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, ওই হাসপাতালে সাতটি মরদেহ এবং আহত ৭০ জনকে আনা হয়েছে।
বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সেলিম ঝাগরা। তিনি জানিয়েছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে গত মাসে খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত এবং আরও দু'জন আহত হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : সিরিয়ায় ইরান সমর্থিত দু’টি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা এলাকায় একটি পাথরখনিতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহত ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ‘ফাইভ আইস’ হলো পাঁচ জাতির একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সদস্য দেশগুলো হলো—অস্ট্রেলি...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : দুনিয়া কাঁপানো প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের বাড়ি অবশেষে বিক্রি হয়ে গেল। আর বাড়িটি কিনেছে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু হয়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited