শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:২৪ পিএম, ২০২০-১২-১৭
বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা প্রতিটি বাঙালির হৃদয়ে ধারণ করতে হবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আজ (১৬ ডিসেম্বর, ২০২০) কোভিড- ১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। জাতীয় পতাকা উত্তোলনকালে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রের বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু ও ভারপ্রাপ্ত সম্মানী সম্পাদক প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, কাউন্সিল সদস্য এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চেতনা প্রতিটি বাঙালির মনন ও বিশ্বাসে ধারণ করতে হবে। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এদেশের স্বাধীনতা হয়তো আসতো না। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো দুর্বৃত্ত ও স্বাধীনতা
বিরোধীদের অপকর্ম এবং ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আরো বলেন, বঙ্গবন্ধুর মর্যাদা ও
সম্মান অক্ষুন্ন রাখার জন্য দেশের আপামর জনতার সাথে প্রকৌশলী সমাজও সর্বাত্মক শক্তি প্রয়োগ করবে।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অপ্রতিরোধ্য অগ্রগতিতে প্রকৌশল সমাজ তাঁদের অবদান রাখায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, পিডিবির প্রধান প্রকৌশলী মোঃ শামসুল আলম, সিনিয়র প্রকৌশলী খুরশিদ উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিল সদস্য, সম্মানী সহকারী, ইআরসির কর্মকর্তা ও প্রকৌশলী সদস্যবৃন্দ প্রমুখ। বিজয় দিবস
উপলক্ষে আইইবি ভবনে লাল সবুজ রংয়ে আলোকসজ্জা করা হয়।
সংবাদদাতা, পঞ্চগড় : : পঞ্চগড়ের বোদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।...বিস্তারিত
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : : গত কয়েকদিন উপর্যুপরি ডাকাতির ঘটনায় ডাকাত আতঙ্কের মধ্যে এবার এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া :: : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােম...বিস্তারিত
সংবাদদাতা কক্সবাজার :: : কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ (১৫০৫৩)-দায়িত্ব গ্রহণ করেছেন। বুুধবার ৬ জানুয়ারী ...বিস্তারিত
মো. আকতার হোছাইন কুতুবী, কক্সবাজার :: : কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতালিতে বয়োবৃদ্ধের বসতঘর দখলে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে ভূ...বিস্তারিত
সংবাদদাতা, পঞ্চগড় : : “পাখি শিকার দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকি” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited