বাংলাদেশ   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

খুলনায় বেপরোয় গতিতে চলছে যানবহন, বাড়ছে সড়ক দুর্ঘটনা

খুলনা প্রতিনিধি :    |    ০৬:০৯ পিএম, ২০২১-০৫-১৮

খুলনায় বেপরোয় গতিতে চলছে যানবহন, বাড়ছে সড়ক দুর্ঘটনা

 


 খুলনা মহানগর ও জেলায় হঠাৎ করে বেড়েছে সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যানবহন চলাচলের পাশাপাশি অদক্ষ চালকদের কারণে সড়কে ঝরছে তাজা প্রাণ। তাছাড়া দেশব্যাপি চলমান লকডাউনের মধ্যেও সপ্তাহ’র ব্যবধানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ খুলনা জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসা নিয়েছেন ৯০ জনের মত। মৃত্যুৃ হয়েছে তিন জনের। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যানবাহনের, মোটর বাইকের কাগজ, হেলমেটসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা করতে দেখলেও বেপরোয়া গতিতে মোটর বাইকসহ অন্যান্য যানবাহন চলাচলের ব্যাপারে নেয়া হয় না কোন কার্যকর ব্যবস্থ্যা। গেল তিন বছর আগেও দেশব্যাপি সড়ক দুর্ঘটনায় ঢাকায় দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন পাস হয়। দীর্ঘ সময় পার হলেও আইনটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো কার্যকর হয়নি।
সড়ক দুর্ঘটনায় আহত মোটর বাইকার সুমন (১৭) বলেন, ঈদের সময় একটু সড়কগুলো ফাকা থাকে। পাশাপাশি প্রশাসনেরও তেমন একটা কার্যক্রম থাকে না। যে কারণে মোটর বাইক নিয়ে বের হয়েছিলাম। তবে আড়ংঘাটা এলাকারা মোস্তর মোড় বাইক ড্রাইভ করার সময়ে একটি নিল রং এর এ্যাপাচি আরটি আর গাড়ীর সাথে আমার পালসার গাড়ীর ধাক্কা লাগে। আমারা কোন দোষ ছিল না এতে। আমার পিছনে থাকা বন্ধুসহ আমি মারাত্মক আহত হই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ ও ১২ নং সার্জারি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত মোটর বাইক চালক সিরাজুল ইসলাম বলেন, ঈদের দিন বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করতে বের হয়েছিলাম। তবে হঠাৎ সামনে একটি ট্রাক আসে। আমি গাড়ী নিয়ন্ত্রণ করতে না পারায় মোটর সাইকেলটিসহ আমার পিছনে থাকা বন্ধু গর্তের মধ্যে পড়ে যাই। তাছাড়া গত রোববার খুলনা জেলার ফুলতলা বেজেরডাঙ্গা এলাকায় ট্রাকও ইজিবাইক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত হন এবং পথচারিসহ ১০ জন মারাত্মক আহত হয়।
১৭ মে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ির মোড়ের সন্নিকটে পৌঁছালে এর পিছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ির ভিতরে চলে যায়। এতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান মহাসড়কের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক-আরোহীসহ ভ্যানে থাকা ৭ জন আহত হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকালে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী সুজাত মারা যান। এ ঘটনায় আহত অন্যরা হলেন, কেশবপুর উপজেলার সারুটিয়া এলাকার শরিফুল ইসলাম (৪০) ভ্যান যাত্রী যশোর সদরের চুড়ামনকাটি এলাকার প্রকাশ দাস (৩৯), তার স্ত্রী শ্রীমতি দাস (২৮) ও শিশু কন্যা বৃত্তিকা দাস (৬), ডুমুরিয়ার কামরুল ইসলাম গাজী (৩৫), আংগরদাহ গ্রামের মনটী দাস (৩৫)। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তানভীর আহম্মেদ এবং হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দীন মজুমদার বলেন, আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও ভ্যানটি হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
অপরদিকে সোমবার সকাল ৯টার দিকে যশোর থেকে খুলনা অভিমুখী মাহেন্দ্রার সাথে বিপরীতমুখী ট্রাকের (ঢাকা মেট্রো-ঢ-১১-০৮২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রীসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে যশোর সদরের শেখহাটি এলাকার মতিয়ারের ছেলে রিন্টু (৩৮) মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহতরা হলেন, ফুলতলা উপজেলার হাপরাস্তা এলাকার তাহের মোল্লার ছেলে আ. রহমান (৩০), তেরখাদা উপজেলার আ. রাজ্জাকের ছেলে জামাল (৩৫) ও তার শিশু তাসনিম (৭), দৌলতপুরের আ. রাজ্জাকের ছেলে খোকন (৩৫), যশোর চৌগাছার রবিউলের ছেলে ফয়সাল (৩০), অভয়নগর উপজেলার সিদ্দিরপাশা এলাকার ইসহাকের ছেলে মামুন (৩০)।
অপরদিকে একই দিন ১৭ মে সোমবার রাত ৮ টায় নগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টের কাছে সিকদার ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা সদরের বাগডাঙ্গা এলাকার মৃত ইদ্রিস আলী সরদারের ছেলে মো. রাকিব হোসেন (৩৫) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (২২) আহত হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাত পৌণে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা সিটি কর্পেরেশনের প্যানেল মেয়র ১ আমিনুল ইসলাম মুন্না বলেন, সড়কে হঠাৎ আশঙ্কাজনকহারে দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে অদক্ষ চালকদের সংখ্যা বাড়ছে। পাশাপাশি বেপরোয়া গতিতে যানহন চালানোর কারণে দুর্ঘটনাও বাড়ছে। তবে এসব সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অবিভাবকদের সচেতনতা থাকতে হবে। আমার ছেলে মোটর বাইক কেমন ড্রাইভ করে, কি ধরণের গতিতে গাড়ী ড্রাইভ করে-এটা নজরদারি রাখতে হবে। পাশাপাশি তাদেরকে বোঝাতে হবে। তাছাড়া খুলনায় ট্রাফিক বিভাগকে আরো সতর্ক অবস্থানে থাকতে হবে এবং শুধু কাগজপত্র পরীক্ষা করলে হবে না। সে কমন ড্রাইভ করে সেদিকও নজরদারি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষদের সচেতনা বাড়াতে হবে।
খুলনা ট্রাফিক বিভাগে ডিসি সঞ্জয় রায় বলেন, আমরা সড়কে সব সময়ে সতর্ক অবস্থানে আছি। তবে অদক্ষ ডাইভারদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। তবে যে ড্রাইভাররা বেপরোয় গতিতে গাড়ী ড্রাইভ করে তাদেরকেও সনাক্ত করার জন্য দ্রুত এবটি ব্যাবস্থ্যা নেয়া হবে। তবে এরা আমাদের সামনে কখনও গতি বাড়িয়ে ড্রাইভ করেনা। যে কারণে তাদেরকে আমরা সনাক্ত করতে পারছি না। তবে নজরদারি বাড়ানো হবে।

রিটেলেড নিউজ

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত


বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধার...বিস্তারিত


বিদায়ী অর্থবছর : রিটার্ন জমা দেয়নি ৯২ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান

বিদায়ী অর্থবছর : রিটার্ন জমা দেয়নি ৯২ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : # দুর্বল ব্যবস্থাপনা ও জনবল সংকটে বকেয়া থাকছে মোটা অঙ্কের রাজস্ব # রিটার্ন না দেওয়ার জন্য অনেকে ব্...বিস্তারিত


জাপা অফিস ঘেরাও: কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাপা অফিস ঘেরাও: কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দল‌টির চেয়ারম‌্যান জি...বিস্তারিত


বিরোধী দলেই থাকতে চাই: জিএম কাদের

বিরোধী দলেই থাকতে চাই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলেই থাকতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আস...বিস্তারিত


নির্বাচন নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।   ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর