বাংলাদেশ   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীনকে দুর্নীতিতে বরখাস্ত

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী :    |    ০৫:৪৪ পিএম, ২০২২-০৪-০২

রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীনকে দুর্নীতিতে বরখাস্ত

রাজবাড়ীর শহরের দাদশী ইউরিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত সুনামধর্ন শিক্ষা প্রতিষ্ঠা শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে ব্যাপক দুর্নীতি, অনিয়ম,অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১লা এপ্রিল শুক্রবার সকালে    রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত গভর্নিং বডির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে মাদ্রাসার সহকারী অধ্যাপক শিরীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম খাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নিং বডির অন্যান্য সদস্যগণ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। জানা গেছে, মাদ্রসার অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও অসদাচরণের জন্য তার অপসারণ চেয়ে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীসহ মোট (২২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী) গত ৩০শে মার্চ গভর্নিং বডির সভাপতি বরাবর একটি লিখিত আবেদন করেন। এতে তার বিরুদ্ধে মাদ্রাসায় রক্ষিত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, ব্যক্তিগত ফাইল ও অন্যান্য জরুরী কাগজপত্র গায়েব করে ফেলে পরীক্ষা,পুনঃভর্তিসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা এবং মাদ্রাসার পুকুর লীজ ও মাদ্রসার খেলার মাঠ ও খালি জায়গা ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা খাতের কয়েক লক্ষ টাকা আত্মসাতের পাশাপাশি অনিয়ম, অসদাচরণ ও অন্যান্য অভিযোগ দরখাস্তে আনা হয়। এছাড়াও ইতিপূর্বে তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি-অনিয়মের তদন্তের জন্য মাদ্রাসার গভর্নিং বডি কর্তৃক তাকে বিভিন্ন সময়ে শোকজ করা হয়। তিনি শোকজের জবাব দিলেও উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডি কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তদন্ত শেষে তার বিরুদ্ধে কামিল ১ম বর্ষের ১৩০ জন শিক্ষার্থীর নবায়ন ফি’র ২৬ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলনের পরও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে জমা না দেয়া,বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় বাবদ সরকারীভাবে প্রাপ্ত ৬২ হাজার টাকা, আলিম শিক্ষার্থীদের অটোপাশ বাবদ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফেরত দেয়া ১৬ হাজার ২৯৭ টাকা, পাংশার তারাপুর মাদ্রাসা থেকে অনুদান দেয়া ১০ হাজার টাকা, দুর্নীতি দমন দুদক থেকে অনুষ্ঠান করার জন্য দেয়া ৪ হাজার ৫শত টাকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার কাছ থেকে মাদ্রাসার মাঠ ভরাটের উন্নয়নের অনুদানের ৫০ হাজার টাকাসহ বিভিন্ন খাত থেকে সর্বমোট ৭ লক্ষ ৯১ হাজার ৪৪ টাকা আত্মসাতের বিষয়ে গভর্নিং বডি কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে বেরি আসে সেই প্রতিবেদনিিট দাখিল করেন। এছাড়াও গত ২৭শে মার্চ অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ও তার মা’কে অসদাচরণ ও অখাত্য গালিগালাজ করে মাদ্রসা থেকে বের করে দেন। পরদিন ২৮শে মার্চ ওই ছাত্রের মা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির বরাবর অভিযোগ করে লিখিত আবেদন করেন। উক্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং এ ধরনের অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম খাজা কাল ১লা এপ্রিল রোজ শুক্রবার গভর্নিং বডির জরুরী সভা আহবান করেন। সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র সহকারী অধ্যাপক শিরীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। এদিকে, গভর্নিং বডির জরুরী সভার বিষয়টি জানতে পেরে সভার পূর্বে শতাধিক বিক্ষুদ্ধ অভিভাবক মাদ্রাসায় গিয়ে অবস্থান নেন এবং সভাপতির নিকট অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে দ্রত সময়ের মধ্যেই অপসারণের দাবী জানান। এ সময় সভাপতি কাজী সিরাজুল ইসলাম খাজা তাদেরকে সঠিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করে মাদ্রসায় একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোন প্রকার পড়াশুনার কোন প্রকার বিঘ্ন না ঘটে শান্তিপূর্ণভাবে অবস্থান করার অনুরোধ জানান। পরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার পর বিক্ষুদ্ধ অভিভাবকরা মাদ্রাসা থেকে ত্যাগ করেন। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক এবং গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান খান অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রক্ষিতে বরখাস্তের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সরকারী বিধি মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ মাদ্রাসার মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হয়েছে আমার কোন সংশ্লিষ্টতা নাই,এটা একটি সরজন্ত্র তবে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই পরবর্তী করণীয় বিষয়ে চিন্তা-ভাবনা চিন্তা করবো বলে জানিয়েছেন।

রিটেলেড নিউজ

বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে বৈঠক অনুষ্ঠিত

বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে বৈঠক অনুষ্ঠিত

সাজেদা হক : : বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বৈঠক করেছেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি প্রফে...বিস্তারিত


শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক : শিখন ঘাটতি পূরণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এখন থেকে শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার...বিস্তারিত


তাপমাত্রা আরও বাড়তে পারে

তাপমাত্রা আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শনিবার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম...বিস্তারিত


চিফ হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা

চিফ হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠান্ডা রাখতে নগরীতে স্প্রে ক্যাননের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টি...বিস্তারিত


তীব্র তাপপ্রবাহ : বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক চলবে সাড়ে ১১টা পর্যন্ত

তীব্র তাপপ্রবাহ : বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক চলবে সাড়ে ১১টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহের মধ্যেই রোববার (২৮ এপ্রিল) খুলছে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে বিদ্যালয় প...বিস্তারিত


জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রাম ব্যুরো : : ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনা থানা এলাকার বাঘা শরীফ বলী।   বৃহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর