বাংলাদেশ   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

১৯৯ রানের জুটি ভাঙলেন এবাদত

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৪ পিএম, ২০২২-০৫-২৬

১৯৯ রানের জুটি ভাঙলেন এবাদত

অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর দিনেশ চান্দিমাল মিলে ভীষণ ভোগাচ্ছিলেন। একের পর এক সেশন পার করে দিচ্ছিলেন। কিছুতেই এই জুটিটা ভাঙতে পারছিল না বাংলাদেশ। অবশেষে হতাশার প্রহর ফুরোলো। ৪১৫ বল মোকাবেলায় গড়া ১৯৯ রানের ম্যারাথন জুটি ভাঙলেন এবাদত হোসেন। লঙ্কান ইনিংসের ১৫৭তম ওভারে চান্দিমালকে কভারে তামিম ইকবালের ক্যাচ বানিয়েছেন ডানহাতি এই পেসার। ২১৯ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় চান্দিমাল করেন ১২৪ রান। 

পরের ওভারে এসে আরেকটি উইকেট পেতে পারতেন এবাদত। প্রথম বলেই হয়েছিল আবেদন। ম্যাথিউজ পুল করতে গেলে বল লেগ সাইড দিয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ এবং তাতে বল ব্যাটে লাগার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৭৬ রান। ম্যাথিউজ ১৩২ আর নিরোশান ডিকভেলা ৩ রানে অপরাজিত আছেন। লিড বেড়ে দাঁড়িয়েছে ১১১ রানের।

আগেরদিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল। এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা। ফলে অনায়াসেই কেটেছে লঙ্কানদের প্রথম ঘণ্টা।

পানি পানের বিরতির পর আক্রমণে আসেন খোদ অধিনায়ক মুমিনুল হক। সেই ওভারেই চতুর্থ বলে পরাস্ত হন চান্দিমাল। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লাগেনি সেই বল। ফলে মেলেনি উইকেট। পরের ওভারে চান্দিমালের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তাইজুল ইসলাম। রিপ্লে'তে এক পাশ থেকে মনে হচ্ছিল দাগের ভেতরে চান্দিমালের পায়ের কোনো অংশ নেই। তবে অন্য পাশ থেকে যায়, অল্পের জন্য পপিং ক্রিজের ভেতরেই রয়ে গেছেন চান্দিমাল। আবারও আশাহত হয় বাংলাদেশ।

এর বাইরে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। চান্দিমাল ও ম্যাথিউজ মিলে খুব সহজেই কাটিয়ে দিয়েছেন পুরো সেশন। চান্দিমাল নিজের ফিফটি তুলে নিলেও, সেঞ্চুরির অপেক্ষা নিয়েই বিরতিতে যেতে হয়েছে ম্যাথিউজকে। পরে দ্বিতীয় সেশনে কাছাকাছি সময়েই সেঞ্চুরি করেন এ দুই ব্যাটার। অবশ্য মধ্যাহ্ন বিরতির পর নেমে দ্বিতীয় ওভারেই খানিক উল্লাসের উপলক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। খালেদের করা সেই ওভারের শেষ বলটিতে ম্যাথিউজকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার জোয়েল উইলসন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচিয়ে নেন ম্যাথিউজ।

এর খানিক পরই ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করেন লঙ্কানদের এ সাবেক অধিনায়ক। সেঞ্চুরি ছোঁয়ার পর আবারও উইলসনের ভুল আউটের শিকার হন ম্যাথিউজ। মোসাদ্দেক হোসেনের করা ইনিংসের ১৪৪তম ওভারে লেগ বিফোর আউট দেন আম্পায়ার। এবারও রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান ম্যাথিউজ। সংগ্রামী ব্যাটিংয়ে সেঞ্চুরি করতে ২৭৪ বল খেলেন ম্যাথিউজ। প্রায় সোয়া সাত ঘণ্টার ইনিংসে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শুরু থেকেই সাবলীল খেলতে থাকা চান্দিমাল সেঞ্চুরি করতে খেলেন ১৮১ বল। যেখানে ছিল নয় চারের সঙ্গে একটি ছয়ের মার।


 

রিটেলেড নিউজ

‘এতদিনের সম্পর্ক তো এক কথায় নষ্ট হয়ে যায় না’

‘এতদিনের সম্পর্ক তো এক কথায় নষ্ট হয়ে যায় না’

স্পোর্টস ডেস্ক : : দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সম্প্রতি তার বাইপ...বিস্তারিত


তানজিম সাকিবের ভুল স্বীকার, বিসিবির সতর্ক বার্তা

তানজিম সাকিবের ভুল স্বীকার, বিসিবির সতর্ক বার্তা

স্পোর্টস ডেস্ক : :   জাতীয় দলে স্বপ্নের মত অভিষেক হলেও তানজিম সাকিব এরই মাঝে পড়ে গেছেন তীব্র সমালোচনার মুখে। তবে ম...বিস্তারিত


নেইমারের মাইলফলকের ম্যাচে ব্রাজিলের গোল উৎসব

নেইমারের মাইলফলকের ম্যাচে ব্রাজিলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক : : নতুন বিশ্বকাপ অভিযানের শুরুর ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করলো ব্রাজিল। নেইমারের মাইলফলকের ম্যাচে...বিস্তারিত


আইপিএলে এর রুদ্ধশ্বাস ফাইনালে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো ধোনির দল চেন্নাই সুপার কিংস

আইপিএলে এর রুদ্ধশ্বাস ফাইনালে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো ধোনির দল চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক : : শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ১০ রান। নাটকীয় এক লড়াইয়ে শেষটায় এসে হতাশায় ডোবার মত...বিস্তারিত


আজ রাত ৮টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৬তম আসরের ফাইনাল

আজ রাত ৮টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৬তম আসরের ফাইনাল

স্পোর্টস ডেস্ক : : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেড...বিস্তারিত


আল-হিলালে লিওনেল মেসি সত্যি, নাকি কেবলই গুঞ্জন?

আল-হিলালে লিওনেল মেসি সত্যি, নাকি কেবলই গুঞ্জন?

স্পোর্টস ডেস্ক : : অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যা”িছল – আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পরবর্তী গন্তব্য ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর