বাংলাদেশ   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

সিরাজগঞ্জে কাওয়াকোলা বিলীনের হাত থেকে রক্ষা করতে কাওয়াকোলায় মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০০ পিএম, ২০২৩-০৫-১০

সিরাজগঞ্জে কাওয়াকোলা বিলীনের হাত থেকে রক্ষা করতে কাওয়াকোলায় মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বালু মহলের বাইরে বালু উত্তোলন বন্ধ ও  কাওয়াকোলার বিলীনের হাত থেকে রক্ষা করতে  মানববন্ধন করেছে কাওয়াকোলাবাসী।

বুধবার (১০ মে ২০২৩) সকাল ৯টায় ঘ্ন্টাব্যাপী কাওয়াকোলা ইউনিয়নের কাওয়াকোলা গ্রামের যমুনা নদী ভাঙ্গন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলার ইউনিয়নে ৩ টি-কৈগাড়ী দোরতা, চান্ডাল বয়ড়া ও জিয়ারপাড়া বালু মহল রয়েছে। সরকার ইজারা দেওয়ার জন্য টেন্ডার আহবান করেছে। টেন্ডার অনুযায়ী ইজারার মুল্য সরকারের রাজস্বখাতে জমা দিয়ে বালু মহল থেকে বালু উত্তোলন করছে। কিন্তু জিয়ারপাড়া বালু মহলের ইজারাদার মৃত ফয়সাল ওয়াহিদ বাবু এর উত্তরসূরী বদরুল আলম দুলাল গং বাইরে থেকে কাওয়াকোলা ও দোগাছী মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

বক্তারা আরো বলেন, জিয়ারপাড়া মৌজার আয়তন ১১.৪৪ একর (৩৫ বিঘা)। জিয়ারপাড়া বালুমহলের পশ্চিমে কুড়িপাড়া-চিথুলিয়া গ্রাম-সিরাজগঞ্জ পৌরসভা, উত্তরে হাটবয়ড়া, পুর্বে কাওয়াকোলা ও দোগাছি মৌজা,  দক্ষিন বাঙ্গালপাড়া ও চান্ডালপাড়া গ্রাম রয়েছে।

বর্তমানে জিয়ারপাড়া বালু মহলের পশ্চিমে কুড়িপাড়া-চিথুলিয়া সম্পুর্ন যমুনা নদীতে।  উত্তরে হাটবয়ড়া সম্পূর্ন যমুনা নদীতে, পুর্বে কাওয়াকোলার অর্ধেক যমুনা নদীতে,  বাকী অর্ধেক বাড়িঘর ও ফসলি জমি রয়েছে এবং দোগাছিতে বাড়িঘর ও ফসলি জমি রয়েছে। দক্ষিনে বাঙ্গালপাড়া ও চান্ডাল বয়ড়া সম্পূর্ন যমুনা নদীতে।

জিয়ারপাড়া বালুমহলের ইজারাদার জিয়ারপাড়া মৌজার ১১.৪৪ একর জায়গায় ড্রেজার না লাগিয়ে কাওয়াকোলা ও দোগাছী গ্রামে বাড়িঘর, ফসলি জমির নদী তীরবর্তী স্থানে ২০ টি ড্রেজার বালু উত্তোলন করে প্রতি বলগেটের মুল্য ১৫ হাজার টাকা নিয়ে ভূয়াপুরের গোবিন্দদাসী হাট থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিভিন্ন স্থানের বালু ব্যবসায়ীদের নিকট বিক্রি করছে।

বক্তারা আরো বলেন, বালুখেকোরা অবৈধভাবে বালু উত্তোলনের কারনে কাওয়াকোলা ইউনিয়নের আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কাওয়াকলা ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে। বালু উত্তোলণের ফলে এলাকার সাধারণ মানুষের ফসলী জমী, বসত বাড়ীঘর, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, মুজিবকেল্লা ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হতে চলেছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমরা ৮নং কাওয়াকোলা ইউনিয়ন বাসী পাড়ভাঙ্গা এলাকায়

বসবাস করি। আমি অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কর্তক জিয়ারপাড়া বালু মহুল ইজারা দিয়েছেন যাহা নদীর পশ্চিম তীরবর্তী স্থানে অবস্থিত অথচ কতিপয় বালুদুস্য  বদরুল আলম, গোলাম মোস্তফা সোহাগ, তৌহিদুল ইসলাম তাপস,. তোফাজ্জল হোসেন ও শফিকুল ইসলাম, বাবু খান জোরপুর্বক অবৈধ ভাবে নদীর পূর্ব পাড়ে অর্থ্যাৎ কাওয়াকোলা ইউনিয়নের জিয়ারপাড়া মহলের বাইরে কাওয়াকোলা ও দোগাছীর মধ্যে বালু উত্তোলন করছে, যাহা নিয়ম বর্হিভূত ও আইন পরিপন্থি। 

বক্তারা আরো বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা আমাদের অবহেলিত ৮নং কাওয়াকোলা ইউনিয়নে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন। যেমন: বিদ্যুৎ ব্যবস্থা করেছেন, কমিউনিটি ক্লিনিক ,মুজিবকেল্লা ও পাকা রাস্তা নির্মান করেছেন এবং ভূমিহীনদের আবাসনের ব্যবস্থা করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা কে ৮নং কাওয়াকোলা ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আর আজকে এই অবৈধ বালু উত্তোলনের কারনে এইসব উন্নয়ন মুলক কাজ হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।  ইতিমধ্য কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এহীন অন্যায় এর বিরুদ্ধে আমরা ৮নং কাওয়াকোলা ইউনিয়নবাসী মানববন্ধনে সমবেত হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

 

কাওয়াকোলা ইউনিয়নের সচেতন নাগরিক আলী আশরাফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সার্জেন্ট (অবঃ) রফিকুল ইসলাম, মুরুব্বি নওশের আলী, নামদার মন্ডল , বুলবুল আহম্মেদ, সরোয়ার হোসেন, সোহরাব আলী, আকরাম হোসেন হীরা প্রমুখ।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান জানান, জিয়ারপাড়া বালু মহল সীমানা নির্ধারন করে ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সীমানার বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। মহলের বাইরে বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা করা হবে এবং বালু মহলের সীমানার চারিদিকে বয়া স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জিয়ারপাড়া বালু মহাল ইজারা  দিয়েছি। বালু মহালে তফসিল অনুযায়ী জায়গা বুঝিয়ে দিয়েছি। আমরা এটি মনিটরিং করছি। খোঁজ খবর নিচ্ছি তারা তফসিল অনুযায়ী বালু উত্তোলন করছে। তবে এলাকার লোকজন মানববন্ধন করেছে যে, ইজারাদার অবৈধ ভাবে অন্য জায়গা থেকে বালু উত্তোলন করছে। এই অভিযোগটি সঠিক না। তবে এলাকার লোকজন যদি মনে করে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতি হবে বাড়ি ঘর ভেঙ্গে যাবে আমরা সেটি পরীক্ষা করে দেখবো। পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।

রিটেলেড নিউজ

চারিদিকে মানুষ পোড়া গন্ধ কেন পাই? 

চারিদিকে মানুষ পোড়া গন্ধ কেন পাই? 

আমাদের বাংলা ডেস্ক : : ___________ মাহাবুব রহমান দুর্জয়  চারিদিকে মানুষ পোড়া গন্ধ কেন পাই? কোথাও কি ভালো মানুষ নাই-রে ভাই? সবা...বিস্তারিত


সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। &...বিস্তারিত


বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে মুখরিত রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধার...বিস্তারিত


অনিয়ম-কারচুপির অভিযোগ এনে কক্সবাজারে দুই প্রার্থীর নির্বাচন বর্জন

অনিয়ম-কারচুপির অভিযোগ এনে কক্সবাজারে দুই প্রার্থীর নির্বাচন বর্জন

সংবাদদাতা কক্সবাজার :: : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল ও প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ ...বিস্তারিত


সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, অর্থমন্ত্রীর ভাইকে শোকজ

সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, অর্থমন্ত্রীর ভাইকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব পালনকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ...বিস্তারিত


বাগেরহাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহনের তল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর