বাংলাদেশ   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪  

শিরোনাম

৫২ বছরের ইতিহাসে নতুন সমীকরণ নিয়ে ৪১টি হলে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘পাঠান’

বিনোদন ডেস্ক :    |    ০৪:৪৭ পিএম, ২০২৩-০৫-০৯

৫২ বছরের ইতিহাসে নতুন সমীকরণ নিয়ে ৪১টি হলে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘পাঠান’

হলিউডের ছবি বাংলাদেশে মুক্তির পেলেও ভারতীয় হিন্দি ছবি মুক্তিতে ছিল আপত্তি। তাই দেশ স্বাধীন হওয়ার পর গত ৫২ বছরে বাংলাদেশে মাত্র তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো ছিল সালমান খানের ‘ওয়ান্টেড’, শাহরুখ খানের ‘মাই ন্যাম ইজ খান’ ও আমির খানের ‘থ্রি ইডিয়টস’। এই তিনটি ছবিও নানা বাধা-বিপত্তি ও  মামলা-মুকাদ্দমার মুখেই মুক্তি দিতে হয়েছে।

৫২ বছরের এই ইতিহাসে নতুন সমীকরণ নিয়ে দেশের হলে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘পাঠান’। সরকারের পূর্ণাঙ্গ নিয়মনীতি মেনেই বাংলাদেশে আসছেন শাহরুখ। বর্তমানে বাংলাদেশের সিনেমা সম্পর্কিত ১৯টি সংগঠন বছরে ১০টি করে বলিউড সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে একমত হয়েছে। সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’।বেশ ক’ বছর আগে  দেশের হলে হিন্দি ছবির প্রদর্শনের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিল্পী-পরিচালক ও প্রযোজকরা।  

এর আগে দেশের হলে হিন্দি ছবি প্রদর্শনের বিরুদ্ধে তীব্র আন্দোলন সৃষ্টি হয়। সে সময় দাবি ছিল, হিন্দি ছবি দেশের হলে প্রদর্শন করা হলে দেশের সিনেমা ইন্ডাষ্ট্রি ধ্বংস হয়ে যাবে। দেশের বড় বড় পরিচালক ও শীর্ষ তারকারা সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন। ফলে বন্ধ থাকে হিন্দি ছবি আমদানি। পরে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা ছবি নির্মাণ শুরু হলেও তার বিরুদ্ধেও দাঁড়িয়ে যায় একটি দল। ফলে কঠিন নিয়মের মারপ্যাচে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার ছবি নির্মাণও।

এই পরিপ্রেক্ষিতে বেশ ক’বছর ধরে দেশের ছবি দিয়ে চাহিদা পূরণ করতে না পারায় সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল এদেশের হিন্দি ছবি আসুক। ‘পাঠান’র মুক্তির মাধ্যমে সেই চাওয়াই পূরণ হচ্ছে যেনো। দর্শকদের হলমুখী করতে ইতোমধ্যে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। সম্প্রতি হিন্দি ছবি প্রদর্শনের সুযোগ না দিলে সংবাদ সম্মেলন করে হল বন্ধ রাখার ঘোষণা দেন হল মালিকরা

দেশের হলে সিনেমাটি আমদানি করছেন নির্মাতা অনন্য মামুন।মামুন জানালেন, আগামী ১২ মে  সিনেপ্লেক্সসহ বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঠান। ইতোধ্যে সিনেপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানে দর্শকদের সাড়ায় আমি অভিভুত। মুক্তির এতোদিন পর বাংলাদেশের দর্শকদের মাঝে পাঠান এতোটা সাড়া ফেলবে ভাবনায় ছিল না।

মামুন আরও বলেন, নিজস্ব সার্ভারের আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হচ্ছে। ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। ছবি চালানোর জন্য হল মালিকদের থেকে অনেক চাপ পাচ্ছি। কিন্তু সার্ভার সংখ্যা কম বিধায়  ৪১টি হলের বাইরে দিতে পারছি না।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা কম নয়। কোটি কোটি ভক্ত দেশজুড়েই ছড়িয়ে আছে শাহরু খানের। সেই ভক্তরা এবার নিজ দেশের সিনেমা হলে বসেই প্রিয় নায়কের ছবি দেখার সুযোগ পাচ্ছেন।

গত ২৫শে জানুয়ারি ভারতসহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'। এসেছে ওটিটিতেও। সিনেমাটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের সহ-সভাপতি নেলসন ডি'সুজাও ভাতীয় গণমাধ্যমে বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত করে  আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি, বাংলাদেশে শাহরুখ খানের অগণিত অনুরাগী রয়েছে। বাংলাদেশে মুক্তির জন্য যশরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্স সিনেমাটি একদম যথাযথ। এ সিনেমা ভারতীয় সংস্কৃতি ও সিনেমার যোগ্য প্রতিনিধিত্ব করবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

রিটেলেড নিউজ

অভিনেতা রুমি মারা গেছেন

অভিনেতা রুমি মারা গেছেন

বিনোদন ডেস্ক : : টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রুমি আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার (...বিস্তারিত


সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা ...বিস্তারিত


আবারও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

আবারও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : : শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ মুক্তির পর সিনেমাটির জোয়ারে ভাসছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশে...বিস্তারিত


আর নেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু

আর নেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু

আমাদের বাংলা ডেস্ক : : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ নভ...বিস্তারিত


চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান

চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব চট্টগ্রাম ভক্...বিস্তারিত


জামিন পেলেন এমপি মমতাজ

জামিন পেলেন এমপি মমতাজ

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : অবশেষে প্রতারণাসহ একাধিক মামলায় জামিন পেয়েছেন সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম। শুক্রবার (৮ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর