বাংলাদেশ   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৬:৩৩ পিএম, ২০২০-১০-০১

পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

 


 

পঞ্চগড়ে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সারের বাফার গুদামের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১.০০ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের  আরাজি গাইঘাটা নামক স্থানে সারের বাফার গুদামের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান ও বিসিআইসির চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী প্রমুখ। 

বোদা উপজেলার আরাজি গাইঘাটা নামক স্থানে নির্মিত এই গোডাউনটির নির্মাণ কাজ শেষ হয় গত ৩০ অক্টোবর।

প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মাঝে ইউরিয়া সার সরবরাহ ও নিরাপদ মজুদ নিশ্চিতকরণে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআিইসি) এই গুদামটি নির্মাণ করে। প্রায় ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই গুদামটি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকা। 'সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় সারের বাফার গুদামটি নির্মাণ করা হয়।

বছরে দেশে কমপক্ষে ২৫ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে ইউরিয়া সার উৎপাদন, আমদানি ও বিতরণের দায়িত্ব পালন করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআিইসি)। দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ২৫টি বাফার গুদাম থেকে ডিলারদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মাঝে ইউরিয়া সরবরাহ করা হয়ে থাকে। নিরাপদ মজুদ নিশ্চিতকরণে ২৫ লক্ষ মে. টন ইউরিয়া সারের অতিরিক্ত হিসেবে আরও ৫ লক্ষ মে. টন সার মজুদ রাখা প্রয়োজন হয়। বর্তমানে কারখানা ও সকল বাফার গোডাউনের ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩ লক্ষ মে. টন। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় “সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি বাফার গোডাউন নির্মাণ” প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রতিটি গুদামের ধারণ ক্ষমতা ১০ হাজার মে. টন হিসেবে এই প্রকল্পের আওতায় ১৩টি বাফার গোডাউন নির্মাণ সমাপ্ত হলে এক লক্ষ ৩০ হাজার মে. টন সার মজুদ করা যাবে।

এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬শ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের জানুয়ারী থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। প্রকল্পের নির্মাণ কাজ করছে সেনা কল্যাণ সংস্থা।

এই প্রকল্পের আওতায় পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, যশোর, গাইবান্ধা, নেত্রকোণা, গোপালগঞ্জ, নীলফামারী, রাজবাড়ী, পাবনা, কিশোরগঞ্জ, বরিশাল ও সুনামগঞ্জ জেলার ১০ হাজার মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১৩টি বাফার গোডাউন নির্মিত হচ্ছে। পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে গোডাউন নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে নির্মাণ কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও বর্তমানে এই প্রকল্পের বাকি ১১টি গোডাউনের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেরপুর, গাইবান্ধা, যশোর ও ২০২১ ফেব্রুয়ারীর মধ্যে নীলফামারী মার্চের মধ্যে নেত্রকোণা, পাবনা, কিশোরগঞ্জ মে-র মধ্যে  বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী ও জুনের মধ্যে সুনামগঞ্জে গোডাউনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউরিয়া সারের মজুদ ও সংরক্ষণ সুবিধা বৃদ্ধির জন্য বিসিআইসি কর্তৃক দেশে আরও ৩৪টি গুদাম নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলোর ধারণ ক্ষমতা ৫ লক্ষ ১০ হাজার মে. টন। এ প্রকল্প সমাপ্ত হলে আশা করা যায় দেশে সার সংরক্ষণের সমস্যা থাকবে না।

বাফার গোডাউন উদ্বোধন করার পর মন্ত্রীগণ ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় হরিপুর কবরস্থানে প্রয়াত আওয়ামীলীগ নেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এঁর ও তাঁর প্রয়াত পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে শিল্প মন্ত্রী মহাজনপাড়ায় রেলপথ মন্ত্রীর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশলবিনিময় করবেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।


 

রিটেলেড নিউজ

সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

চট্টগ্রাম ব্যুরো : : বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক...বিস্তারিত


সার্টিফিকেট বাণিজ্য : তদন্তে বেরিয়ে আসছে অনেক ‘রাঘববোয়াল’র নাম

সার্টিফিকেট বাণিজ্য : তদন্তে বেরিয়ে আসছে অনেক ‘রাঘববোয়াল’র নাম

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ৩০ জনের তালিকা ধরে তদন্ত শুরু করেছে ঢাকা মেট্...বিস্তারিত


বজায় থাকবে তাপপ্রবাহ, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস

বজায় থাকবে তাপপ্রবাহ, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহও অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৩ ...বিস্তারিত


কাপড়ে পেস্টিং করে কম্বলে মুড়িয়ে স্বর্ণ পাচার!

কাপড়ে পেস্টিং করে কম্বলে মুড়িয়ে স্বর্ণ পাচার!

চট্টগ্রাম ব্যুরো : : কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছে শাহ আমানত বিমানবন্দরের ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসান (২৬) নামে এক বাংল...বিস্তারিত


দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর