বাংলাদেশ   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পার্বত্য ভিক্ষসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ 

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৩:৩৭ পিএম, ২০২০-১০-১৮

পার্বত্য ভিক্ষসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ 

 


রাঙ্গামাটির লংগদু কলেজে পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ ও কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়াদমে অবস্থিত লংগদু কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘের অর্থ সচিব জ্ঞানরতœ থেরো, সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরো, দৈনিক আমাদের বাংলার রাঙ্গামাটি প্রতিনিধি বিহারী চাকমা, আটারক ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সভাপতি কালায়ণ তালুকদার, স্থানীয় হেডম্যান মানিক
চাকমা, কলেজ পরিচালনা কমিটির সহসভাপতি দয়াল চন্দ্র চাকমা, বামে আটারকছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণমিত্র চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লংগদু কলেজের অধ্যক্ষ শ্রীমৎ সুগতালংকার মহাস্থবির কলেজ প্রতিষ্ঠার পটভুমি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বলেন- পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে পার্বত্য ভিক্ষুসংঘ বহুকাল ধরে অবদান রেখে আসছে। লংগদু এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। লংগদু কলেজের
উন্নয়নে সচেতন মহল, শিক্ষানুরাগী ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় মানুষের ঐকান্তিক সহযোগিতায় বর্তমানে কলেজের কার্যক্রম বেশ এগিয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরেন সুগতালংকার মহাস্থবির। দেশ-বিদেশের বিদ্যানুরাগী, সহৃদয় ও মহানুভব মানবতাবাদী মানুষ এগিয়ে আসায় আমরা আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পেরেছি বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা বলেন- লংগদু কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় ছেলেমেয়েদের ঘরে বসে উচ্চ শিক্ষালাভের সুযোগ তৈরি হয়েছে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির কঠিন পরিশ্রম, অনেক ত্যাগ-তিতীক্ষার ফলে আজ লংগদু কলেজ এ পর্যায়ে এগিয়ে এসেছে। এ
কলেজের যাবতীয় কাজে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে বক্তারা বলেন- যে স্বপ্ন ও চেতনা নিয়ে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে সে স্বপ্ন একদিন অবশ্যই সফল হবে। এই কলেজের ছাত্র-ছাত্রীরা একদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপক হবে এমন স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। অরণ্য বন-বনানী বেষ্টিত কলেজ ক্যাম্পাস একদিন শিক্ষার্থীদের কল-কাকলিতে মুখরিত হয়ে উঠবে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির যে স্বপ্ন
নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার স্বপ্ন পুর্ণতা দিতে সচেতন অভিভাবক, বিদ্যানুরাগী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ৪৪জন শিক্ষার্থীর হাতে বিনামুল্যে পাঠ্যবই তুলে দেয়া হয়। এছাড়া ৫জন শিক্ষার্থীর হাতে প্রত্যেককে ৫ হাজার করে কলেজে ভর্তির টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক অংশ গ্রহণ করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যান কাবার্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী অনুষ্ঠানে যোগদান করেন। প্রত্যন্ত এলাকায় এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ।

রিটেলেড নিউজ

সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

চট্টগ্রাম ব্যুরো : : বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক...বিস্তারিত


সার্টিফিকেট বাণিজ্য : তদন্তে বেরিয়ে আসছে অনেক ‘রাঘববোয়াল’র নাম

সার্টিফিকেট বাণিজ্য : তদন্তে বেরিয়ে আসছে অনেক ‘রাঘববোয়াল’র নাম

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ৩০ জনের তালিকা ধরে তদন্ত শুরু করেছে ঢাকা মেট্...বিস্তারিত


বজায় থাকবে তাপপ্রবাহ, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস

বজায় থাকবে তাপপ্রবাহ, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহও অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৩ ...বিস্তারিত


কাপড়ে পেস্টিং করে কম্বলে মুড়িয়ে স্বর্ণ পাচার!

কাপড়ে পেস্টিং করে কম্বলে মুড়িয়ে স্বর্ণ পাচার!

চট্টগ্রাম ব্যুরো : : কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছে শাহ আমানত বিমানবন্দরের ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসান (২৬) নামে এক বাংল...বিস্তারিত


দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর