বাংলাদেশ   মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

সাজেদা হক :    |    ০৭:৩৪ পিএম, ২০২৪-০৪-১৬

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের বিরুদ্ধে সরকারি ব্যাংক থেকে মোটা অংকের ঋণ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে এবং কোন অর্থ লগ্নি না করেও বেশ কয়েকটি গ্রুপ অব কোম্পানির শেয়ার হাতিয়ে নেয়া ও ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রতারণার মাধ্যমে আপন খালার সম্পত্তি নিজ নামে লিখে নেয়া, বিটিএন টেক্সটাইল লিমিটেড, সিস্টেম ইন্টারন্যাশনাল, গরীব ফাউন্ডেশন (এনজিও) এবং হোটেল ব্যবসার নামেও প্রতারণা ও অর্থ আত্মসাৎ করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অনেক ক্ষেত্রেই ব্যবহার করেছেন পিকেএসএফের ঠিকানা। পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদারের প্রশ্রয়ে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম।
ঘটনার শুরু ২০২১ সালের জানুয়ারি মাসে। এ সময় পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম, মো. খোরশেদ আলম এবং আসাদউল্লাহ বখতিয়ারসহ আরও ১০ জন সদস্য মিলে ন্যাশনাল ড্রাগস কোম্পানী লিমিটেড ক্রয় করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে জয়েন্ট স্টক থেকে শেয়ার হস্তান্তর করে কোম্পানী চালু করে। সেসময় কোন অর্থ লগ্নি না করেও কোম্পানীর শেয়ার নিয়ে নেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম। বিনিময়ে বিভিন্ন ব্যাংক লোন পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় ন্যাশনাল ড্রাগ কোম্পানী লিমিটেডের বিভিন্ন পদে ছিলেন  মো. খোরশেদ আলম, আসাদ উল্লাহ বখতিয়ার, মোহাম্মদ কাইয়ুম, আলী আহমেদ, ইসমাইল হোসেন, মো. মহিউদ্দিন,  তারিকুল ইসলাম, আনিসুর রহমান, মোরশেদ আলম, ডা. বিল্লাল হোসেন, নওয়াজেস রনি সহ আরও কয়েকজন। প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ড্রাগ কোম্পানীর চেয়ারম্যান হিসেবে নিজের নাম নিবন্ধিত করেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মো. কাইয়ুম। এসময় কাজের সুবিধার্থে উভয়ের নামে ৫০% করে শেয়ার হস্তান্তরিত হয়। পরবর্তীতে এই শেয়ার নিজের নামে ৬০% বাড়িয়ে বলেন বলে অভিযোগ করেন ন্যাশনাল ড্রাগ কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. খোরশেদ আলম। তিনি বলেন, সবার চাপে ৫% করে শেয়ার হস্তান্তর করলেও ব্যাংক ঋণের বিষয়টি সামনে এনে এবং মামলা করে এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। কোন অর্থ লগ্নি না করেও ৬০% শেয়ার মালিকানা দাবি করে কোম্পানী আইনে মামলা দায়ের করে, যার নাম্বার হলো ২০৬/২০২৩। এই মামলাটি গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে রিজেক্ট করে দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
নাম প্রকাশ না করার শর্তে পিকেএসএফর একাধিক কর্মকর্তা জানান, এর আগেও বিটিএন টেক্সটাইল লিমিটেডের নামে একটি কোম্পানী খুলে একইভাবে প্রতারণা করেছেন। গরীব ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছেন। এর আগে হোটেল ব্যবসার নামেও বিভিন্ন জনের সাথে সরাসরি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম। ব্যক্তিগত বিষয়ে অনুসন্ধানে জানা যায়, তিনি সুলতানা গার্ডেন, আগারগাঁওয়ে ১২৫০ বর্গফুটের ১টি ফ্লাট, ২০৫০ বর্গফুটের ১টি ফ্লাট, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতক জমিতে ৬ তলা বিল্ডিং (১টি), ৭ শতক জমিতে দুই তলা বিল্ডিং (১টি), বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক -এন, প্লট-২৫০৩  এবং কেরানীগঞ্জে ৩৩ শতক জমির মালিকানা পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের। মাস্টার ফিড এগ্রোটিক লিমিটেডের ১০টি শেয়ার হোল্ড করেন। এছাড়াও আপন খালার সম্পত্তি নিজ নামে লিখে নিয়েছেন বলে স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে। সব মিলিয়ে তার সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ৬৪ কোটি টাকা। এই সম্পত্তির বিবরণ দিয়ে একাধিক অভিযোগ এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয়েছে। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হলো-এই অপরাধ আর করবো না মর্মে একটি মুচলেকাও জমা দিয়েছেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম।
এ বিষয়ে জানতে চাইলে পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম প্রতিবেদককে বলেন, মো. খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করেছি, যার নাম্বার হচ্ছে ৭১/২০২৪, যেটি পিবিআইয়ে তদন্তাধীন। মামলার রায় হলে তারপর তিনি কথা বলবেন বলে প্রতিবেদককে জানান। তিনি দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা। তিনি ন্যাশনাল ড্রাগ কোম্পানিতে জমানো টাকা লগ্নি করেছেন। তবে প্রতিবেদক এসব অর্থ বিনিয়োগের ডকুমেন্টস দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি।
একই বিষয়ে জানতে চাইলে পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদার সাথে প্রতিবেদককে জানান, যেহেতু মামলা চলমান, সেহেতু আমি কোন কথা বলতে রাজী নই। একই সাথে সাংবাদিকরা তার পেছনে লেগেছেন কেন বলেও প্রশ্ন করেন। আরও বিস্তারিত তথ্য জানতে এবং জানাতে তার কাছে সময় চাইলে প্রতিবেদককে কোন সময় দেয়া হবে না বলেও জানান পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদার।

রিটেলেড নিউজ

৭২ বছর পর আজিমপুরে ভাষাশহিদ রফিকের কবর চিহ্নিত

৭২ বছর পর আজিমপুরে ভাষাশহিদ রফিকের কবর চিহ্নিত

আমাদের বাংলা ডেস্ক : : সাজেদা হক ৭২ বছর পর ভাষাশহিদ রফিকউদ্দিন আহমদের কবরটি চিহ্নিত করা হয়েছে।১৬ বৈশাখ ১৪৩১(২৯ এপ্রিল ২...বিস্তারিত


জাফলংয়ের বল্লাঘাট খুবলে খাচ্ছে ফিরোজ-ফয়জুল সিন্ডিকেট: চলছে নীরব চাঁদাবাজি

জাফলংয়ের বল্লাঘাট খুবলে খাচ্ছে ফিরোজ-ফয়জুল সিন্ডিকেট: চলছে নীরব চাঁদাবাজি

আমাদের বাংলা ডেস্ক : : জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট ঝুম্পার নামক এলাকা থেকে প্রত...বিস্তারিত


আনোয়ারাবাসী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারাবাসী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো : : আনোয়ারাবাসী ঐক্য জোটের ব্যানারে আনোয়ারার সার্বিক বিষয় নিয়ে সুশীলসমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...বিস্তারিত


কোরবানিতে এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান দেওয়া হবে: মন্ত্রী

কোরবানিতে এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান দেওয়া হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী কোরবানির সময় এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস‌্য ও প্রাণিসম...বিস্তারিত


১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায়

১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায়

নিজস্ব প্রতিবেদক : এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রোববার...বিস্তারিত


কিছু হলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আলোচনা কেন : শিক্ষামন্ত্রী

কিছু হলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আলোচনা কেন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কোনো ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর