বাংলাদেশ   রবিবার, ৫ মে ২০২৪  

শিরোনাম

আগামী দিনে কে হচ্ছেন জেলা যুবলীগের কান্ডারি?

সাতক্ষীরা প্রতিনিধি::    |    ০৩:২৭ পিএম, ২০২১-০৬-০৯

আগামী দিনে কে হচ্ছেন জেলা যুবলীগের কান্ডারি?

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আ’লীগের অত্যন্ত সুশৃঙ্খল সহযোগী সংগঠন যুবলীগ। সেই সংগঠনের সাতক্ষীরা জেলা শাখায় দীর্ঘ নয় মাস নেতৃত্ব শূন্য। এতে হতাশার আবর্তে তৃণমূলের যুবলীগকর্মীরা। এদিকে, তৃণমূলের সেই কর্মীদের হতাশার গ্লানি মুছে সুপরিচ্ছন্ন জেলা যুবলীগের কান্ডারী হওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় নেতাদের দারস্ত হচ্ছেন প্রায় অর্ধ ডজনের বেশি নেতারা।
জানা যায়, একটি আতঙ্কিত নাম সাতক্ষীরা জেলা যুবলীগ। পূর্বের কমিটিতে ওই সংগঠনের সাথে যারা ছিল তাদের অধিকাংশই জেলার বিভিন্ন স্থানে জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, খুনখারাবি, চোরাচালান প্রভৃতি অনৈতিক কাজের সাথে জড়িতও ছিল। সেই জন্য সংগঠনটির অনেকে গ্রেফতার হয়ে কারাগারেও ছিল। এমনকি ইতিপূর্বে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে জেলার আহবায়ককে বহিষ্কারও করেন কেন্দ্রীয় নেতারা। যার স্মারক নং- বা,আ,যু-০০৮/২০২০, তারিখ-০৩.০৮.২০২০ ইং। এরফলে জেলার সংগঠন থাকলেও নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম নান্টুসহ অনেকে।
আরও জানা যায়, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের একাংশের কর্মীরা মূল দলের নেতাদের সাথেও বাক-বিতন্ডে জড়িয়ে পড়ায় ৯ মাস পেরিয়ে গেলেও জেলা যুবলীগের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মানুষের মনে নানান প্রশ্ন? এমনকি নানান ধান্ধাবাজির দায়ে জর্জরিত জেলা যুবলীগের কান্ডারি কে হচ্ছেন তা নিয়ে চলছে চা এর দোকান থেকে শুরু করে বিভিন্ন কর্মীর মুখে মুখে নানান জল্পনা কল্পনা। কারা আসছেন নতুন নেতৃত্বে, তা পরিষ্কার নয় কারও কাছে। তবে সংগঠনের ভেতরে অনেকেরই নাম আলোচনায় আছে। ইতিমধ্যে অনেকে জেলা যুবলীগের কান্ডারী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নামও ঘোষণা দিয়ে জোরোশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টু, সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, তামিম আহমেদ সোহাগ, সৈয়দ আমিনুর রহমান (বাবু), মো. রেজাউল ইসলাম রেজা, যুবলীগের সমার্থক রাজু মোল্লা। এছাড়াও সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, মো. জাহিদ হোসেন বাপ্পি।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের একাধিক যুবলীগকর্মীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম যারই আশুক সব কিছু নির্ভর করছে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ওপর। তারাই নির্বাচিত করবেন জেলা যুবলীগের কান্ডারি হবেন কে? নানাভাবে বিতর্কিত জেলা যুবলীগের নেতৃত্বে আমূল পরিবর্তন আসছে এটা অনেকটাই নিশ্চিত বলে মনে করি আমরা। তারা আরও জানান, নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ অন্য পদগুলোতেও বিতর্কিতদের স্থান হবে না। সৎ ও যোগ্য পরিচ্ছন্ন কর্মী যারা বিগত দিনে রাজপথে সামনে থেকেছেন, আন্দোলন করেছেন, যাদের বিরুদ্ধে কোন প্রকার দূর্নীতির অভিযোগ নেই তারা নেতৃত্বে আসুক। এতে সংগঠন যেমন শক্ত হবে; তেমনি জননেত্রী শেখ হাসিনার হাতও শক্তিশালী হবে। সেজন্য জেলা যুবলীগের কান্ডারী নির্ধারণে সততা, যোগ্যতা, স্বচ্ছ ও উজ্জ্বল ভাবমূর্তির প্রসঙ্গের পাশাপাশি ভবিষতে ¯চ্ছতা ধরে রাখতে সম হবেন এমন কারও হাতে জেলা যুবলীগের নেতৃত্ব তুলে দিবেন কেন্দ্রীয় নেতারা বলে প্রত্যাশা করি আমরা।
বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক ওয়াহিদ পারভেজ জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বোসে সাতক্ষীরা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার উপকূলীয় এলাকার মানুষ চরম দুর্ভোগে। সেই মানুষদের মাঝে সহায়তা নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ইতিপূর্বে জেলা যুবলীগের আহবায়ককে বহিষ্কারের পরে কেন্দ্র থেকে আর কারও নাম এখনো পর্যন্ত ঘোষণা করেনি। আর এখন করারও কোনো চিন্তা ভাবনা নাই। তবে নতুন কমিটি ঘোষণা হলে ওই কমিটিতে বিতর্কিত, মামলাবাজ, চাঁদাবাজ, সংগঠনে অনুপ্রবেশকারী ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের স্থান হবে না। তিনি আরও জানান, সাতক্ষীরায় প্রায় ৮০ ভাগ লোক জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। তাই আসুন নতুন কমিটি নিয়ে না ভেবে সাতক্ষীরায় আ’লীগের শক্ত ঘাঁটি তৈরি করতে সকলে একসাথে কাজ করি। তাহলেই একদিন আ’লীগের সহযোগী সংগঠনগুলোতে কিন ইমেজের নেতারা নেতৃত্ব আসবে। তখন আর বদনামও ঘুচবে না যুবলীগের।
এ প্রসঙ্গে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টু জানান, বিগত কমিটির আহবায়ক জেলা যুবলীগকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই স্তূপ থেকে আজ জেলা যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে। এর পেছনে আমার অবদান বেশী। দীর্ঘ ৯ মাসেও জেলা যুবলীগের কমিটি ঘোষণা হয়নি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়জন নিজেদেরকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাদের মধ্যে আমিও একজন। এখনও যুবলীগের হাল ধরে আছি। কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আমার ওপর দায়িত্ব অর্পণ করলে তা সঠিকভাবে পালন করবো।  
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী তানভীর হুসাইন সুজন জানান, সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের ৫ বছর নেতৃত্বে ছিলাম। কাউকে কখনও অসম্মান করিনি। আমার কোনো বদনামও নেই। তখন জেলা ছাত্রলীগ একটি সুসংগঠিত ছিল। বর্তমানে জেলা যুবলীগের অবস্থা শোচনীয়। ইতিপূর্বে ওই কমিটিতে যারা ছিল তাদের অনেক বদনামও রয়েছে। সেই বদনাম ঘুচিয়ে যুবলীগকে সাতক্ষীরায় নতুন রুপে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। আশা করি, তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা আমাকে সেই দায়িত্ব দিবেন। তাদের অর্পিত দায়িত্ব পেলে সাতক্ষীরায় যুবলীগকে ঢেলে সাজাবো।  
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মিলন রায় জানান, মিনি পাকিস্তানখ্যাত সাতক্ষীরায় জঙ্গিবাদের ঘাঁটি। যারাই যুবলীগের দায়িত্বে আসে তারাই জঙ্গিবাদ নির্মূলের তেমন ভূমিকা না রেখে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। তাই আগামী দিনে সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী, অসাম্প্রদায়িক, প্রগতিশীল মনার ব্যক্তি নেতৃত্বে আসলে তাদের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করে জেলায় যুবলীগের ঘাঁটিতে পরিণত করা পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা হবে সম্ভব। এদিকে আরেক প্রার্থী মো. জাহিদ হোসেন বাপ্পি জানান, ছাত্র রাজনীতির সাথে বহুবছর পূর্বে জড়িত ছিলাম। আমার সম্পর্কে তৃণমূলের অধিকাংশ কর্মীরা জানে ও চেনেন। সেই ধারাবাহিকতায় তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা আমাকে মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করি।

রিটেলেড নিউজ

অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান  

অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান  

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীসহ তিন সফরসঙ্গী নিয়ে সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান ...বিস্তারিত


সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট পরিচালনা করতে ...বিস্তারিত


পেরু আর্মড ফোর্সেসকে সেনাবাহিনীর ইওডি এবং আরওভি উপহার

পেরু আর্মড ফোর্সেসকে সেনাবাহিনীর ইওডি এবং আরওভি উপহার

আমাদের বাংলা ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক:   পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরিকৃত একটি এ্যা...বিস্তারিত


এএফআইপি এর নবনির্মিত ভবন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এএফআইপি এর নবনির্মিত ভবন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমাদের বাংলা ডেস্ক : : ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্র...বিস্তারিত


রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

আমাদের বাংলা ডেস্ক : : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আলাদা দুটি বেঞ্চ গঠন করে দিয়ছেন প্রধান বিচার...বিস্তারিত


কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায়  মহান মে দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায়  মহান মে দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি:১লা মে কুড়িগ্রাম জেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন থেকে জেলা প্রশাসনের আয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর