বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪  

শিরোনাম

আজ থেকে টানা ১২ দিনের কর্মসূচী ঘোষণা বিএনপির-সরকার কঠিন হলে আন্দোলনও কঠোর হবে !

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২২ পিএম, ২০২৩-০৯-১৮

আজ থেকে টানা ১২ দিনের কর্মসূচী ঘোষণা বিএনপির-সরকার কঠিন হলে আন্দোলনও কঠোর হবে !

শিবুকান্তি দাশ : দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চায় মাঠের বিরোধী দল বিএনপি। এই লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে বিএনপি প্রথম ধাপের কর্মসূচি ঘোষণা করেছে।  তাতে আজ মঙ্গলবার থেকে ৩ অক্টোবার পর্যন্ত  টানা ১২ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শেষ দিনের কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক।আন্দোলনের মূল  টাগেট করা হয়েছে ঢাকাকে। তাই তো প্রথম ধাপের কর্মসূচিতে একদিকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্যাপক সম্পৃক্ত করার কৌশল যেমন রয়েছে, অন্যদিকে তেমনি সরকারের অবস্থান বোঝারও চেষ্টা করবেন নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে কর্মসূচির ধরনেও পরিবর্তন আনা হতে পারে। সরকার কঠিন হলে কর্মসূচিও কঠোর হবে বলে ঈগিত করেছে দলের শীর্ষ নেতারা।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, মঙ্গলবার ঢাকা জেলার জিঞ্জিরা অথবা কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ, শুক্রবার যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। একইদিনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নওয়ার্ড পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শনিবার বরিশাল ঝালকাঠি-পিরোজপুর পটুয়াখালী রোডমার্চ, সোমবার ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকার আমিন বাজারে সমাবেশ, মঙ্গলবার খুলনা বিভাগে রোডমার্চ, একইদিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন, বুধবার ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় মহিলা সমাবেশ, শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় শ্রমজীবী কনভেনশন, রোববার (১ অক্টোবর) ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ, সোমবার (২ অক্টোবর) ঢাকায় কৃষক সমাবেশ ও মঙ্গলবার (৩ অক্টোবর) কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির পাশাপাশি আইনজীবীদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কর্মসূচি ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমমনা দলগুলো যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব সেগুলোতে অংশগ্রহণ করবে। আর কখন আন্দোলন কোন দিকে মোড় নেবে তা রাস্তাই বলে দেবে। মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারে না। এই সরকারও টিকে থাকতে পারবে না। ইতিমধ্যে জনগণ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল তাঁকে (খালেদা জিয়া) এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে শিফট করতে হয়। কারণ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। আজ সকালে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। তারপরেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা বারবার বলছেন, তাঁর উন্নত চিকিৎসা দরকার। এ জন্য তাঁকে বিদেশে পাঠানো অত্যন্ত জরুরি। আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, সব ভুলে গিয়ে তাঁর জীবন রক্ষার্থে অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে,আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই নির্দলীয় সরকারের দাবি আদায় করতে চায় বিএনপি। লক্ষ্য অর্জনে আন্দোলনের রোডম্যাপ তৈরি করছে দলটি। এ ক্ষেত্রে দুই ধাপের আন্দোলনের টানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা। প্রথম ধাপের কর্মসূচী ঘোষণা করা হয়েছে দ্বিতীয় ধাপের কর্মসূচীও প্রস্তুত রাখা হয়েছে। অবস্থা বুঝে ঘোষণা করা হবে।

প্রথম ধাপের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গতানুগতিক। এতে সমাবেশ, রোডমার্চ ও পদযাত্রার মতো ধারাবাহিক কর্মসূচি রাখা হয়েছে। বিএনপি সূত্র জানায়, আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকাকে কেন্দ্র করে নগরীর ভেতরে-বাইরে রয়েছে একের পর এক ধারাবাহিক সমাবেশ কর্মসূচি। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায়ও পালন করা হবে সমাবেশ। এর মাধ্যমে ঢাকামুখী আন্দোলনকে আরও জোরদার করার টার্গেট দলটির। এ ছাড়া দ্বিতীয় ধাপের কঠোর কর্মসূচিতে পুরো দেশে একযোগে মাঠে নামার পরিকল্পনা রয়েছে। এর প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যন্ত কর্মসূচি দিয়ে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে প্রথম ধাপের কর্মসূচিতে।

দলীয় সূত্র জানায়, সরকার পতনে সারাদেশে তরুণদের সংগঠিত করতে, জনমত তৈরি করতে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের উত্তরাঞ্চলে রোডমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের পাঁচ বিভাগে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত দুটি রোডমার্চ করেই এ কর্মসূচি স্থগিত করা হচ্ছে। নতুন ঘোষিত কর্মসূচিতে আজ মঙ্গলবার ঢাকা জেলার জিঞ্জিরা অথবা কেরানীগঞ্জ এবং গাজীপুর জেলার টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যথাক্রমে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। আগামী শুক্রবার ঢাকায় পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী শনিবার ঢাকা মহানগরে দুটি সামবেশ হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরায় এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ীতে এ সমাবেশ হবে।

একই দিন বরিশাল থেকে শুরু হয়ে ঝালকাঠি, পিরোজপুর হয়ে পটুয়াখালী পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর আবারও ঢাকা মহানগরে পৃথক দুটি সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আমিনবাজর এবং দক্ষিণে নয়াবাজারে এ সমাবেশ হবে।

সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর রোডমার্চ অনুষ্ঠিত হবে খুলনা বিভাগে। ২৭ সেপ্টেম্বর আবারও ঢাকা মহানগরে সমাবেশ করবে দলটি। এবার ঢাকা মহানগরের গাবতলীর সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার হবে ঢাকায় মহিলা সমাবেশ হবে। ৩০ সেপ্টেম্বর হবে দলের কৃষক দল ও শ্রমিক দলের উদ্যোগে কৃষক-শ্রমিক সামবেশ। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ এলাকায় রোডমার্চ হবে।প্রথম ধাপের শেষ কর্মসূচি আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ হবে। প্রতিটি কর্মসূচিতে দলের সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

এসব কর্মসূচির বাইরে বিভিন্ন পেশাজীবী বিশেষ করে আইনজীবীদের ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে আদালতে অবস্থান কর্মসূচি, সমাবেশ, মানববন্ধনের মতো কর্মসূচি রয়েছে। তাদের ওই আন্দোলনে সমমনা সব দল সমর্থন জানানোর সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, তারা এখনও আন্দোলনের মধ্যেই রয়েছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচি আসবে। দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথের কর্মসূচি ছাড়া তাদের আর বিকল্প নেই। এবার সরকার যতই চেষ্টা করুক, জনগণের আন্দোলনের সামনে তারা টিকতে পারবে না। তাদের সরে যেতেই হবে।

সূত্র জানায়, সরকার পতনের আন্দোলনের প্রথম ধাপে সরকার সাড়া না দিলে দ্বিতীয় ধাপে আসবে কঠোর কর্মসূচি। সেই ধরনের প্রস্তুতি নিতে দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে দেওয়া হয়েছে নির্দেশনা। সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে ওই ধাপে ঘেরাও, অবস্থান– এমনকি হরতালের মতো কর্মসূচিও থাকতে পারে। প্রথম ধাপের কর্মসূচি শেষ হলেই ঘোষণা হবে চূড়ান্ত আন্দোলন-কর্মসূচি।

বিএনপি নেতারা মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকারসহ নানা ইস্যুতে আন্তর্জাতিকভাবেও সরকারের ওপর চাপ আরও বাড়ছে। তাই এক দফা দাবি আদায়ে বিএনপিরও পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। এ আন্দোলন দলের নেতাকর্মীর জন্য বাঁচা-মরার লড়াই। কারণ তাদের কাছে তথ্য রয়েছে, বিভিন্ন মামলায় আগামী এক মাসে দলের শতাধিক কেন্দ্রীয় নেতাকে সাজা দেওয়া হতে পারে। পাশাপাশি তপশিল ঘোষণার মধ্য দিয়ে পুরো দেশকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টাও শুরু করবে। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এখনই ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাইছেন দলের শীর্ষ নেতা।

 

 

রিটেলেড নিউজ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সমন্বয় সভা অনুষ্ঠিত

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের...বিস্তারিত


জাতীয় মহিলা সংস্থার সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

জাতীয় মহিলা সংস্থার সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

আমাদের বাংলা ডেস্ক : : নাজিম উদ্দিন: রাজধানীর বেইলি রোডস্থ জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে সো...বিস্তারিত


বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

মোঃ মাসুদুজ্জামান রাজিব : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শন ও বেজা'র সাথে মতবিনিময় করেন দ্বাদশ জাতীয় সংসদের ৬ সদস্য ব...বিস্তারিত


নবাবগঞ্জ এতিমখানা : এতিম আছে ১০ জন বিল হচ্ছে দেড় শতাধিকের

নবাবগঞ্জ এতিমখানা : এতিম আছে ১০ জন বিল হচ্ছে দেড় শতাধিকের

সাজেদা হক : : নবাবগঞ্জ এতিমখানা শুধু উপজেলারই নয়, জেলার মধ্যেও পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। অথচ এই প...বিস্তারিত


বাগেরহাটে হোটেল লেকফুজি আবাসিক এ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১০ জন আটক 

বাগেরহাটে হোটেল লেকফুজি আবাসিক এ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১০ জন আটক 

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আবাসি...বিস্তারিত


রাসিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত


রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্র,গু‌লি, চাপা‌তি, রামদা, ‌মোটর সাইকেলসহ ১ আসামী‌ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : :                              রাজবাড়ীর পাংশায় ডি‌বির অ‌ভিযা‌নে ওয়ানশুটারগান,গু‌লি,...বিস্তারিত



সর্বশেষ খবর