শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৫:৫৪ পিএম, ২০২০-০৯-১৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর উপজেলার থানাকন্দি গ্রামে বহুল আলোচিত পা কেটে জয় বাংলা স্লোগান দেওয়া (মোবারকের পা) মোবারক হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান কবির আহম্মেদকে রবিবার(১৩.০৯) রাতে সিলেট শ্রীমঙ্গল থেকে র্যাব-৯ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন। রাতেই সিলেট থেকে তাকে নবীনগর থানায় নিয়ে আসা হয়। সোমবার (১৪.০৯) পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে চালান করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
সুত্র জানায়,গত কয়েকযুগ ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই গ্রুপ চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপ ও কাউছার মোল্লা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের ওই অঞ্চলটি বাইশটি মৌজা নিয়ে বাইশমোজা এলাকা । বাইশমোজার আঞ্চলিক আধিপত্যে বিস্তারে বিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কবির আহম্মদ ওই বিরোধের একটি পক্ষকে সমর্থন দিয়ে আসছিলেন। তারই জের ধরে গত ১২ এপ্রিল কাউছার মোল্লা গ্রুপের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। ওই রক্তক্ষয়ী সংষর্ষে জিল্লুর চেয়ারম্যান গ্রুপের মোবারক মিয়া নামে এক রিস্কা চালককে তার দেহ থেকে পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে খুন করে ওই বিচ্ছিন্ন পা নিয়ে ‘ জয় বাংলা শ্লোগান ’দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে প্রতিপক্ষ । কাটা পা নিয়ে ‘জয় বাংলা ’শ্লোগান দিয়ে আনন্দ মিছিলটি সমাজিক যোগাযোগ মাধ্যামসহ বিশ্বময় আলোচিত হয় এবং ধিক্কার জানানো হয়। ওই ঘটনায় কবির চেয়ারম্যানকে প্রধান আসামী করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই চাঁন মিয়া।
উল্লেখ্য ওই বাইশমোজা অঞ্চলের কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর, হাজীর হাটি, সাতঘর হাটি ও থানাকান্দি এই চারটি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে গত ৩৫ বছর যাবত এ খুন খারাপী চলে আসছে। ওই দুই গ্রুপই ওই অঞ্চলটিকে নিয়ন্ত্রন করেন।এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রুহুল আমীন বলেন, হত্যা মামলার ওই প্রধান আসামীকে রাতেই নবীনগর থানায় নিয়ে আসা হয়। ৭দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন ।
সংবাদদাতা বগুড়া :: : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রব...বিস্তারিত
সংবাদদাতা, সিলেট : : সিলেটে দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। শু...বিস্তারিত
সংবাদদাতা, যশোর : : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলার সুজলপুর গ্রামের সুজলপুরস্থ হাউজিং ষ্টেটের সামনে থ...বিস্তারিত
সংবাদদাতা, পঞ্চগড় : : পঞ্চগড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডে জড়িত...বিস্তারিত
বাগেরহাট, প্রতিনিধি : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফড...বিস্তারিত
বিহারী চাকমা, রাঙ্গামাটি : : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য ও জনসংহতি সমিতি (জেএসএস)-এমএন লারমার বা সংস্ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited