শিরোনাম
সংবাদদাতা,খুলনা : | ০৪:৩২ পিএম, ২০২১-০৫-০৪
অনাবৃষ্টির কারণে এ মওসুমের লিচুর বৃদ্ধি হয়নি। কালবৈশাখী ঝড়ে ক্ষতি এড়াতে মধু মাসের আগেই বাজারে এসেছে লিচু। আমদানি কম। দাম বেশি। বেজায় টক। এর প্রতি ক্রেতার আগ্রহ নেই। ফল ব্যবসায়ীরা রুটিন মানতে লিচু মজুদ করছে। পাইকারি আড়ত থেকে লিচু খুলনার ফুটপাতে। মধু মাসের এখনও ১০ দিন বাকি। রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের লিচু আসবে ১৫ দিন পর। তখন লিচুর মৌ মৌ গন্ধে ক্রেতাকে আকৃষ্ট করবে। সেই প্রস্তুতি চলছে। সাতক্ষীরা, ডুমুরিয়ার শাহপুর, নওয়াপাড়া, বারোবাজার, যশোরের খয়েরতলা থেকে লিচু আসছে। এর কোনো নাম নেই। টানা আট মাস অনাবৃষ্টির কারণে লিচুর