শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:১১ পিএম, ২০২১-০৫-১৮
যশোর শহরের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা ১০ টি স্বর্ণের বারসহ সুমন মিয়া নামে এক চোরাচালানিকে আটক করেছে। সে যশোরে বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। এসময় একই গ্রামের আবু সাঈদেও ছেলে কামরুল ইসলাম পালিয়ে যায়।
৪৯ বিজিবি এর লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বিজিবির বেনাপোল কোম্পানির আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম সোমবার সকালে শহরের চাঁচড়া বাসস্টান্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে। ভারতে পাচারের অভিনব কায়দায় সুমনের প্যান্টের ভিতরে কোমরে থাকা ১০ টি বার উদ্ধার করা হয়। যার মুুুুল্য সাতষট্টি লক্ষ টাকা। এসময় কামরুল ইসলাম পালিয়ে যায়। আটককৃত স্বর্ণের বার এবং আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।