শিরোনাম
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: | ০৭:৩২ পিএম, ২০২১-০৮-১২
সিরাজগঞ্জের চৌহালীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহুস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ৷
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা বিআর ডিবি'র চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, জুনিয়র অফিসার(হিসাব) মোঃ আব্দুল মান্নান প্রমূখ ৷
উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানাগেছে, জেলার ০৪ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ০৫ লক্ষ টাকার প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ বিতরণ করা হয়।