শিরোনাম
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : | ০৭:৩৫ পিএম, ২০২১-০৮-১২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাঁজাখোর যুবকদের মারপিটে মেজবাউল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমড়পুর কানিপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে দরবস্ত গ্রামের মেজবাউলের ছেলে মোমিনুল (২৫) তার স্বশুর বাড়ী থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে পথ দেখে নিজ বাড়ীতে ফিরছিল । এসময় দরবস্ত গ্রামের উশৃংখল কিছু যুবক দলবদ্ধ ভাবে গাঁজা সেবনে মত্ত থাকা অবস্থায় মোমিনুল উক্ত যুবকদের মুখে লাইট মারলে তারা ক্ষেপে গিয়ে মোমিনুলকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে মেজবাউল মাটিতে লুটে পড়লে গাঁজাখোর যুবকরা পালিয়ে যায়। স্থানীয়রা মেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত আলমগীর কবির (রতন) মন্ডলকে আটক করা হয়েছে এবং লাশটিকে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।