শিরোনাম
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : | ০৭:১২ পিএম, ২০২১-০৮-২৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণকারী চক্রের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু। গোবিন্দগঞ্জ ট্রাফিক জোনের থানা চার মাথা মোড়ে শনিবার সকাল ১১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা দুই শিশুকে রেখে পালিয়ে যায়।
জানা গেছে, বাসের মধ্যে দুই শিশু কান্নাকাটি শুরু করলে বিষয়টি ট্রাফিক পুলিশ সার্জেন্ট রুহুল কুদ্দুসের দৃষ্টিগোচর হয় এবং তিনি মেয়ে শিশু দুটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় রাখেন ।
শিশু দুটি তাদের নাম ও ঠিকানা জানায় ঃ মোছাঃ সুমাইয়া আক্তার( ৯), পিতাঃ শহিদুল ইসলাম, মাতা মোসাম্মৎ আখি, গ্রামঃ লালদীঘি, জেলা রংপুর