শিরোনাম
সংবাদদাতা, সীতাকুণ্ড | ০৮:০২ পিএম, ২০২০-১১-৩০
সীতাকুণ্ডের বাবড়কুন্ডের মান্দারিটোলা গ্রামে এক ট্যাংকার লরী রিকশাকে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক গৃহবধু নিহত হন। আহত হন রিকশা চালক। নিহত গৃহবধু ফিরোজা বেগম মান্দারীটোলা নিবাসি মোঃ তোয়ানের মেয়ে, আমিন মৌলভির পাশের বাড়ির প্রবাসী আবদুর রজ্জাকের স্ত্রী বলে জানা যায়। তিনি মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ এর ছাত্রী।
দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন ট্যাংক লরীটি ( চট্টমেট্রো ঢ ৬১-০৩২৬) আটক করেন।
গ্রামবাসী ও স্বজনদের আহাজারিতে শোকের মাতম শুরু হয় পুরো এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড মডেল থানার সদ্য যোগদানকারী এএসপি আসরাফুল, ওসি ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) সুমন বণিক)।