শিরোনাম
সংবাদদাতা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : | ০৬:৫৭ পিএম, ২০২০-১২-১৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী মহিলা কলেজের প্রভাষক (অর্থনীতি) মোবাশ্বেরুল ইসলাম ওরফে
মমিনুল (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত ও জাহাঙ্গীর আলম নামে মোটরসাইকেল চালক আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে পারিবারিক
কবরস্থানে প্রভাষক মমিনুলের মরদেহ দাফন সম্পন্ন হয়। তিনি মৃত আলীম উদ্দিন তহশীলদারের ছেলে ও ছাপড়হাটী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক মমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সকালে মোটরসাইকেলযোগে বাড়ি
থেকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধা যচ্ছিলেন। উক্ত সময় হাশেমবাজারে পৌঁছিলে
বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রলির (কাঁকড়া) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে
মোটরসাইকেল চালক জাহাঙ্গীর ও তার পিঁছনে থাকা প্রভাষক মমিনুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে
উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেন। সেখানে প্রভাষক মমিনুলের অবস্থা আশঙ্কাজনক দেখা
দেয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান