শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৭:১৫ পিএম, ২০২১-০৮-২৮
পঞ্চগড়ের বোদায় রেলপথ মন্ত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেছেন। শনিবার দুপুরে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সলেমান আলীর সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ বিতরণ করেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।