বাংলাদেশ   শনিবার, ২৭ জুলাই ২০২৪  

শিরোনাম

সিলেটের কোম্পানীগঞ্জে ভূমিখেকো, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কাছে জিম্মি এক সাংবাদিক ও তার পরিবার

সংবাদদাতা, সিলেট ::    |    ১২:১৪ পিএম, ২০২২-০৮-২৬

সিলেটের কোম্পানীগঞ্জে ভূমিখেকো, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কাছে  জিম্মি এক সাংবাদিক ও তার পরিবার

 


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মানুষ গুলো যেন  ঠিক এখনো পূর্ব পাকিস্তান আর পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা শাসিত শোষিত নির্যাতিত নিপিড়ীত নির্যাতনের শিকার ও যেমনটা হচ্ছে নিরীহ গরীব অসহায় মানুষ গুলো দেখার নেই কেউ কাউ কোথাও। এ-ই নিম্ন অঞ্চল সীমান্ত এলাকায় এক অদৃশ্য রাজার নেতৃত্বে চালিত আর সেই রাজার বাহিনী দ্বারা কার্যক্রম চালিত, বাংলাদেশের সংবিধানের মধ্যে এ-ই রাজ্যে সংবিধান কোনোভাবে মিল নেই, এ যেন বাংলাদেশের মানচিত্রের বাহিরে। 

এই দেশের মানুষ কেমন আছে শুধু এখানকার স্থানীয় মানুষ জানে আর নিরবে কাঁদে এমনই চিত্র তুলে অভিযোগ করেন মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন(৩৪),  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার -এর সঙ্গে‌ আব্দুল আউয়াল (৩৪), পিতা মৃতঃ আব্দুল আলীম, গ্রামঃ শিবনগর, মোঃ চাঁন মিয়া (৪৪) আব্দুর রুপ(৪২), উভয় পিতা মৃতঃ সিকন্দর আলী, মোঃ আনোয়ার মিয়া(২৩), পিতা মৃতঃ ময়না মিয়া গং ৩/৪ জন উভয় গ্রামঃ আমের তল পোঃ দয়ার বাজার, উপজেলাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ সিলেট -এর দীর্ঘ দিন থেকেই জমিজমাসংক্রান্ত বিরোধ চলছে। মাহবুব আলম বলেন, "আমার পিতার মৃত্যুর পরপরই ওরা আমাদের জায়গা জমির ওপর নজর দিয়ে দখল করার চেষ্টা করে। তখন আমি এলাকার গণ্যমান্য সবাইকে অবগত করলে তাদের ভয়ে কেউ কথা বলেনি, কারণ তারা অত্র এলাকার লাঠিয়াল বাহিনী ও খুবই প্রভাবশালী। তাদের রয়েছে বিশাল বাহিনী, তারা অনৈতিক অপকর্ম জমি দখল, মাদক ব্যবসা, লুটপাট, খুনসহ সবকিছুর‌ হোতা‌ এবং তাই তাদের ভয়ে এলাকার মানুষ কথা বলে না।

তখন আমি নিরুপায় হয়ে বিগত ১৩নভেম্বর ১৭ সালে  জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা  করি দীর্ঘ মামলায় গত ২৭ মার্চ ১৯ সালে  আদালত আমার পক্ষে রায় দেন।
এরপর তারা কিছুদিন নিরবতা পালন করে। এর কিছুদিন যেতে না যেতে আবার আমার ভাইয়ের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে। এঘটনা আমাকে আমার ভাই বলার পর আবারও এলাকার মুরুব্বিদের অবগত করার পরেও কোনো সূরাহ না পেয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই। অতঃপর তারা থানায় গিয়ে বলে যে তারা আর কখনোই এমন করবেনা। এমতাবস্থায় আমি অভিযোগ প্রত্যাহার করি। এর দুই একমাস যেতেই সেই পূর্বের ন্যায় কার্যক্রম চালিয়ে আবার তারা আমার জমিজমা দখল করতে হামলা করে। তখন আমি নিরুপায় হয়ে আবার আদালতে আশ্রয় নেই। পরবর্তী আমি তাদের হাত থেকে রক্ষা পেতে স্হায়ী নিষেধাজ্ঞা চেয়ে সহকারী জজ আদালতে  আবারো ১১ এপ্রিল ১৯ সালে আর একটি মামলা করি। 

উক্ত মামলাটি দীর্ঘ সময়  চলার পর গত ২৬ অক্টোবর ২১ সহকারী জজ আদালত আমার পক্ষে রায় দেন এবং সমূহ বিবাদীদের স্হায়ী নিষেধাজ্ঞা দেন।
সে আলোকে তারা আবারও অল্প কয়েকদিন নিরবতা পালন করে।

উল্লেখ্য, সহকারী জজ আদালতে মামলা চলাকালীন সময়েও ১১ নভেম্বর ২০ সালে তারা আমার প্রাণনাশের উদ্দেশ্যেই রাস্তায় আক্রমণ করলে বিগত তারিখে আমি ১৩ নভেম্বর ২০ তারিখ থানায় একটি জিডি করি, জিডি নং ৬৪৮।   যাহা পুলিশ তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়েই প্রসিকিউশন নং ২১/২০২০ তারিখ ১৬.১১.২০২০ ধারা ১০৭/১১৪/১১৭(সি) প্রেরণ করেন মাননীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে যাহা বর্তমানে চলমান। 

এমন অবস্থায় আমার জমিতে কাজ করতে গেলে পুনরায় তারা এসে বলে আমাদেরকে আমাদের দাবীকৃত চাঁদা না দেয়া পর্যন্ত এই জমিতে কাজ কর্ম করতে পারবেনা এবং তারা দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে এমনকি ভারি অস্ত্র রামদা নিয়ে প্রাণনাশের উদ্দেশ্য হামলা চালায়।  

গত ২২ আগস্ট ২২ ইং সোমবার অনুমান সকাল ১০.৩০ বা ১১.০০ টায় আমার বাড়ীর পাশাপাশি দক্ষিণ সাইটে আমার নিজ আমন রকম জমিতে চাষাবাদ করার সময়‌ তারা এই হামলাটি চালায়। তখন আশপাশের মানুষ এসে আমাকে ও আমার ভাইয়ের পরিবারের লোকজনকে রক্ষা করে। আমিসহ আমার পরিবারের সদস্যদের জানমাল রক্ষাসহ বিভিন্ন রকমের হয়রানি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলার শিকার।  আমি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশে মিডিয়াকর্মীসহ দেশের সবার দৃষ্টি আকর্ষণ করছি।  এদের হাত থেকে আমাদের বাঁচান আমরা বাঁচতে চাই। দেশবাসীসহ সবার কাছে আমি বিচারপ্রার্থী। আমরা অসহায় নিরীহ নির্যাতিত নিপিড়ীত নির্যাতনের শিকার। আমরা দেশে প্রশাসন, গণমাধ্যম সমাজসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ন্যায় বিচারপ্রার্থী।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে ৩৯৬ হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট 

কুড়িগ্রামে ৩৯৬ হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ধরলা,দুধকুমর,তিস্তা, বহ্মপুএসহ ছোট বড় ১৬ টি নদ-নদী বেষ্ঠিত একটি জ...বিস্তারিত


আন্তর্জাতিক মানের ল্যাবে দুর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

আন্তর্জাতিক মানের ল্যাবে দুর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

সাজেদা হক : : আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর কৃষি অধিদপ্তরের ...বিস্তারিত


এডিটরস ফোরামের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

এডিটরস ফোরামের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : বেঞ্জামিন রফিক :  বাংলাদেশের দৈনিক পত্রিকা সমূহের জাতীয় সংগঠন এডিটরস ফোরামের  মাসিক সাধারণ সভা...বিস্তারিত


পদোন্নতি পেয়েই পিডি’র ছাড় প্রায় ১৭ কোটি টাকা, অধিদপ্তরে বদলী দুই!

পদোন্নতি পেয়েই পিডি’র ছাড় প্রায় ১৭ কোটি টাকা, অধিদপ্তরে বদলী দুই!

আমাদের বাংলা ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পে পরিপত্র উপেক্ষা করে এ...বিস্তারিত


কুড়িগ্রামে পানিবন্দি  মুক্তিযোদ্ধা পরিবারকে ত্রাণ বিতরণ

কুড়িগ্রামে পানিবন্দি  মুক্তিযোদ্ধা পরিবারকে ত্রাণ বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজন...বিস্তারিত


ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড...বিস্তারিত



সর্বপঠিত খবর

‘রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবানেও ট্রেন যাবে’

‘রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবানেও ট্রেন যাবে’

চট্টগ্রাম ব্যুরো : : রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য জেলাগুলোতেও ট্রেন চলাচল করবে বলে মন্তব্য করেছেন ...বিস্তারিত


মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হ...বিস্তারিত



সর্বশেষ খবর